চরতারাপুরে কুতুব উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উ-দ্বোধন

এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামে কুতুব উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সততা স্পোর্টিং ক্লাবের আয়োজনে কোলচরী ডাক্তারপাড়া ফুটবল মাঠে মঙ্গলবার বিকাল ৪টায় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও অত্র এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট আরশেদ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে তঁাতীবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুর রউফ, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহমত আলী শেখ, সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের অধ্যাপক সাহাব উদ্দিন, সমাজ সেবক আব্দুল খালেক, বাকি প্রামানিক,টেনু,জালাল উদ্দিন, ছাত্রদল নেতা শেখ কাউছার, নাজমুল বিশ্বাস, সৈকত হাসান ফিরোজ, হৃদয় হোসেন, জাহাঙ্গীর হোসেন,সজল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব। এছাড়া হারিয়ে যাওয়া খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যে দিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা। উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন দেলোয়ার হোসেন। সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আনিছুর রহমান ও আমিরুল ইসলাম। ধারা বর্ণনায় ছিলেন পিন্টু। উল্লেখ্য সুজানগর পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও মৌসুমী বস্ত্র বিতানের কর্ণধার চরতারাপুর ইউনিয়নের কোলচরী গ্রামের কৃতি সন্তান কতুব উদ্দিন গত ২০২১ সালের ৫ ফেব্রয়ারী ইন্তেকাল করেন। আর তার স্মরণেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *