আরিফ রব্বানী।
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পলাশতলীতে পৈত্রিক জমাজমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে ১ জন আহত হয়েছে। আহত আব্দুস সাত্তার মন্ডল (৭০) কে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৮সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ফুলবাড়ীয়া থানায় আহতের পুত্রবধু মাজেদা খাতুন বাদী একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, সোমবার সকালে সাত্তারের জমিতে ছোট ভাই আবু বক্কর সিদ্দিক গাছের রোপন করতে যায়। তখন আব্দুস সাত্তার মন্ডল গাছ রোপন করতে বাঁধা প্রদান করলে তার হাতে থাকা লোহার শাবল দিয়ে মাথায় ও শরীরে আঘাত করলে মাটিয়ে লুটিয়ে পড়েন সত্তরোর্ধ্ব বৃদ্ধ। সিদ্দিকের সাথে যোগ দেয় ছোট ভাই ওমর ফারুক। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বিবাদীরা প্রকাশ্যে উক্ত ঘটনায় আইনের আশ্রয় নিলে গুম করে ফেলবে। এরা এলাকার উচ্ছৃঙ্খল লোক। তাই অন্যরা প্রতিবাদ করার সাহস পায় না।
আহতের নাতীন জামাই আবু নাঈম বলেন, আমি কাছেই কাজ করতেছিলাম। হঠাৎ দেখি একজন পড়ে গেল, সবাই প্রত্যক্ষদর্শী কেউ তাকে উদ্ধার করছে না। আমি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি এবং ভর্তি করিয়েছি। চিকিৎসা চলছে। এটি পারিবারিক বিরোধ মিমাংসা হওয়াই ভালো।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুর রউফ বলেন, জমি সংক্রান্ত বিরোধে একটা মারামারির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি।
ফুলবাড়ীয়ায় পৈত্রিক জমি নিয়ে মা-রামারিতে বৃদ্ধ-কে পি-টিয়ে জ-খম

Leave a Reply