তারাকান্দায় এনসিপি নেতা মাসুদের উ-পর হা-মলার প্র-তিবাদে ময়মনসিংহে বিক্ষো-ভ সমাবেশ

আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার নেতা মোঃ মাসুদ রানার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। এসময় তারা অতিদ্রুত হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর টাউন হল মোড় জুলাই চত্বরে এই প্রতিবাদ সমাবেশ আজ বিকেলে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি নেতা এডভোকেট এটিএম মাহবুব উল আলম, মোঃ জসিম উদ্দিন,মোঃ সোহেল, মোঃ ফোয়াদ খান, ফার্নিম,রুমা আক্তার পিংকি প্রমূখ নেতৃবৃন্দ।

এনসিপি নেতা এডভোকেট এটিএম মাহবুব উল আলম তার বক্তব্যে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে পথরোধ করে জেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য মাসুদ রানার ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মাসুদ রানা (৩৬) উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের আ. আজিজের ছেলে। তিনি ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য ও কৃষি উইং : জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় প্রতিনিধি।

এনসিপি নেতা মাসুদ রানা বলেন, তারাকান্দায় যাওয়ার পথে কাশিগঞ্জ বাজারের ঈদগাহ মাঠ এলাকায় যাওয়ার পর দুজন ছেলে তার গতিরোধ করে। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও ১০-১২ জন। এ সময় সন্ত্রাসীরা তাকে টেনেহিঁচড়ে নীরব জায়গায় নেওয়ার চেষ্টা করে। সে যেতে না চাইলে তাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাদের কাছ থেকে মাসুদ রানাকে উদ্ধার করে।

এই ঘটনার পর কাশিগঞ্জ বাজারে হামলার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, এ বিষয়ে মাসুদ রানা থানায় একটি অভিযোগ দায়েরের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *