September 8, 2025, 2:04 am
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে “Voices for Change Project এর সহযোগিতায় স্থানীয় সরকারি সেবা খাত সমূহে নাগরিক পরিবীক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) এর আয়োজনে ও সমতা নারী কল্যাণ সংস্থা, রাজশাহী বাস্তবায়ন সহযোগিতায় থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটি প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, থানাপাড়া সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলী, Voices for Change এর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা শিরিন আক্তার, চারঘাট চেতনা সমাজ উন্নয়ন সংস্কার পরিচালক বাবলু সরকার, অর্পণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম, সূর্য উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, দারিদ্র কল্যাণ সংস্থার পরিচালক জিল্লুর রহমান, তালতলা উন্নয়ন ফোরামের সভাপতি আসিফ ইসলাম, নারীনেত্রীর সহ-সভাপতি রেহেনা খাতুন, নারীনেত্রীর নুরিয়া খাতুন, ফতেপুর সমাজকল্যাণ সংস্থার সহ-সাধারন সম্পাদক আব্দুল রশিদ, চারঘাট উপজেলা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাসসহ উপজেলার ৬টি ইউনিয়নের নারী ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নারীনেত্রী গন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট,রাজশাহী ।