আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহ্ নূরুল কবির শাহিন বলেছেন, ‘ধানের শীষ হচ্ছে স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। বিএনপি হচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দল। যারা বাংলাদেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করেনা সেইসব পরাজিত শক্তি মিলেমিশে একাকার হয়ে জিয়া পরিবার, বিএনপি ও ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। নির্বাচন হলে যাদের শীর্ষ নেতারা বিজয়ী হতে পারবেনা এবং অতীতে বিজয়ী হতে ব্যর্থ হয়েছেন সেই দল এখন নির্বাচন বানচালের চক্রান্তে মেতেছে এবং উদ্ভট পিআর পদ্ধতি দাবি করছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শোভাযাত্রাটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাসস্ট্যান্ডে এক পথসভায় অনুষ্ঠিত হয়।
উপজেলার হেভিওয়েট জনবান্ধব নেতা ও সাবেক এই এমপি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের পরাজিত শত্রু, রাজাকার ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আগামী ত্রয়োদশ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহ্ নূরুল কবির শাহিনের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার (ঝুলন)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম সুজন, রফিকুল আল আজাদ, সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন মিলন, সাবেক ছাত্রদল ও যুব নেতা মাজহারুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, পৌর যুব নেতা সাইফুল সরকার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম সোহাগসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ শাহ্ নূরুল কবির শাহিন আরো বলেন,কোন চাঁদাবাজ দুর্নীতিবাজদের ঠাই ঈশ্বরগঞ্জে নেই। আমরা রাজনীতি করি দেশের জন্য জনগণের জন্য।ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না।নিজেরে খাইয়া ধানের শীষ।আমি ঈশ্বরগঞ্জবাসীর জন্য ঋণী আজীবন । তিনি আরও বলেন,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রায় স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে ঈশ্বরগঞ্জ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগানে মুখরিত হয়।ঈশ্বরগঞ্জের মানুষ যেভাবে ভালবাসে তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ তাদেরকে বুলতে পারে না। গত ১৭বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন স্বাধীনতা পেয়েছি।সামনে নির্বাচন হবে কঠিন আমাদের সকলকে ঐক্যবন্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
Leave a Reply