September 6, 2025, 9:27 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
কাজের উদ্বোধনের ৮ মাস পর জেলা প্রশাসকের বিরু-দ্ধে রহ-স্যজনক অ-পপ্রচার-নে-পথ্যে চাঁ-দা বিএনপির প্র-তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জে এম এ মজিদ এর উদ্যোগে ফুটবল ম্যাচ অ-নুষ্ঠিত বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন- সভাপতি জাকির সম্পাদক পলাশ রাজশাহীতে মা-লপাহাড়ি আ-দিবাসীদের ঘরবাড়ি র-ক্ষার আ-ন্দোলন পাবনা-২ আসনে দঁাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ঐক্যব-দ্ধভাবে কাজ করতে হবে : অধ্যাপক হেসাব উদ্দিন ফঁা-সির মঞ্চে শীর্ষ আ-লেমদের অন্যা-য়ভাবে হ-ত্যা করেছে ফ্য-সিবাদী হাসি-না সরকার- গাফফার খান‎ বাবুগঞ্জে দীর্ঘ ৫৪ বছর ভোট কেন্দ্রে তাবু টানিয়ে ভোট নেয়া কেন্দ্রটি পরিব-র্তনের দাবিতে মা-নববন্ধন টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভি-যানে জুবায়ের নামের এক শীর্ষ স-ন্ত্রাসীকে গ্রে-প্তার করেছে পুলিশ শিক্ষার্থীদের সৎ মানবিক ও জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠ-তে হবে-যবিপ্রবি ভিসি অধ্যাপক আব্দুল মজিদ নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তু-লে নেওয়ার নাট-ক সদর থানা পুলিশের অ-ভিযানে গ্রেপ্তা-র ৪
শিক্ষার্থীদের সৎ মানবিক ও জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠ-তে হবে-যবিপ্রবি ভিসি অধ্যাপক আব্দুল মজিদ

শিক্ষার্থীদের সৎ মানবিক ও জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠ-তে হবে-যবিপ্রবি ভিসি অধ্যাপক আব্দুল মজিদ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

ঝিনাইদহ জেলা সংবাদদাতা:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মজিদ শিক্ষার্থীদের সততা ও জ্ঞানের আলোয় দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, “তোমাদের জীবনের এই সাফল্য শুরু মাত্র”। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়; বরং সৎ, মানবিক, দেশপ্রেমিক এবং জ্ঞানসম্পন্ন নাগরিক হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখা। তোমরা যদি সত্যিকার অর্থে জ্ঞানের আলোয় আলোকিত হও, তবে একদিন বাংলাদেশকে বিশ্ব দরবারে গৌরবের আসনে পৌঁছে দিতে পারবে।”ভিসি অধ্যাপক আব্দুল মজিদ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বদরগঞ্জ আক্কাস লেক ভিউ রিসোর্টে ঝিনাইদাহের সাধুহাটি ইউনিয়ন থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

প্রতিভাস শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সাকিব মোহাম্মদ আল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই আই ই আর এর পরিচালক প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান, যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও প্রফেশনাল সাইকোলজিস্ট সাব্বির আহমেদ জুয়েল, কৃতি শিক্ষার্থী মাহিনুর আলম, সায়মা খাতুন ও শিক্ষক জাহাঙ্গীর আলম ।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কানিজ ফাতেমা ত্বন্নি।

ভিসি অধ্যাপক আব্দুল মজিদ আরো বলেন, “আজকের এই সাফল্য তোমাদের জীবনের প্রথম ধাপ মাত্র। মনে রেখো, কেবল পরীক্ষার ফলাফলের মাধ্যমে নয়, বরং জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিকতায় উজ্জ্বল হয়ে ওঠাই প্রকৃত শিক্ষা। তিনি বলেন, তোমাদের দায়িত্ব হলো মায়ের মতো মাটি, দেশের মতো আপন জনের প্রতি দায়বদ্ধ থাকা। সততা, পরিশ্রম আর দায়িত্বশীলতা নিয়ে তোমরা যদি এগিয়ে যাও, তবে তোমরাই আগামী দিনের নেতা, গবেষক, বিজ্ঞানী ও নীতিনির্ধারক হয়ে জাতিকে আলোকিত করবে। তোমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু চাকরি নয়—বরং জ্ঞান দিয়ে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, মানবতার কল্যাণ ও দেশের অগ্রগতি সাধন।”

অধ্যাপক ডঃ মোস্তাফিজুর রহমান বলেন, সফল হতে হলে শৃঙ্খলা ও সময়কে মূল্য দিতে শিখতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে, আর সর্বোপরি পরিবার, শিক্ষক ও দেশের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে। তোমরাই বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেন। তারা বলেন, সততা, নৈতিকতা এবং পরিশ্রমই একজন শিক্ষার্থীর মূল সম্পদ।অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

আতিকুর রহমান
ঝিনাইদহ।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD