আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীতে ড্রেজার ও বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (৫সেপ্টেম্বর) বিকাল ৫টায় নগরীর কাচারী ঘাট এর বিপরীত পাশ্বে জেলা প্রশাসনের দিকনির্দেশনা মোতাবেক সদর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রা।
এসময় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অপরাধে একজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এক বালু ব্যবসায়ীকে ১,০০,০০০/- ( এক লক্ষ)টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং লাইসেন্স ব্যতীত যানবাহন চালনার অপরাধে অপর একজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ৫,০০০/- পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি সৈয়দা তামান্না হোরায়রা বলেন, ‘একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক বালু ব্যবসায়ীকে পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে লাইসেন্স ব্যতীত যানবাহন চালনার অপরাধে অপর একজনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি বলেন- জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলায় প্রশাসনের ইউএনও স্যারের সহযোগিতাতায় আমাদের এই অভিযান
আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স বলেন, ‘অবৈধ ড্রেজার ও বাল্কহেড দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ বাধাগ্রস্ত এবং তীর ভাঙন ভাঙছে। এতে স্থানীয় পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ বালু ঘাট ও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।
Leave a Reply