September 6, 2025, 9:33 pm
কে এম সোয়েব জুয়েল,
বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৬ নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তাবু টানিয়ে ভোট নেয়া কেন্দ্রটি পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বিকেলে ১ নম্বর ওয়ার্ডের ৮ নং পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ,জে ফাউন্ডেশনে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ সুজন বেপারী,শ্রমিক দল নেতা মোঃ রেজাউল করিম,মোঃ সালাউদ্দিন, মোঃমাসুম,প্রধান শিক্ষক মোঃ এবাদুর হকখান,শিক্ষক মোঃআমিনুল ইসলাম, মোঃজাকির হোসেন সবুজ,বাবুল তালুকদার,মোঃমোয়াজ্জেম হোসেন প্রমূখ ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৫৪ বছর ১নং ওয়ার্ডের পশ্চিম ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষ না থাকায় মাঠে তাবু টানিয়ে ভোট নিয়ে আসছেন ওই এলাকার কতিপয় লোকজন । কিন্তু একই এলাকার ১নং ওয়ার্ডে অবস্থিত পশ্চিম ইসলামপুর ৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। বক্তব্যে আরো বলেন, ১ নং ওয়ার্ডে পশ্চিম ইসলামপুর,মধ্য ইসলামপুর, পূর্ব ইসলামপুর, এবং হিন্দু পাড়া মিলে মোট ভোট সংখ্যা ২৬ শত। তার মধ্যো পশ্চিম ইসলামপুরে ভোটারের সংখ্যা, ৭ শত অপরদিকে মধ্য ইসলামপুর, পূর্ব ইসলামপুর, এবং হিন্দুপাড়া পাড়া মিলে ভোট সংখ্যা ১৯ শত এ ছারাও যাতায়াত অবস্থা অনেকটাই উন্নত, প্রশাসনিক নিরাপত্তার দিক থেকে সহজ থেকে সহজতর বলে মনে করেন উপস্থিতিরা। তাই সবদিক বিবেচনা করে অতি দ্রুত ভোট সেন্টারটি অতিদ্রুত স্হান্তর করে পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্হায়ীত্ব করতে নির্বাচন কর্তৃপক্ষ সহ এর সাথে জড়িত সংশ্লিষ্ট সরকারি মহলের হস্তক্ষেপ কামনা করছেন মানববন্ধনের উপস্থিত বক্তারা।