আশুলিয়ার জামগড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলো-চনা সভা অনুষ্ঠিত

হেলাল শেখঃ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫ইং) বিকেল ৩টায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবদুল গফুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কফিল উদ্দিন।

এসময় বিশেষ অতিথি ছিলেন সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু।

সার্বিক তত্বাবধানে ছিলেন আশুলিয়া থানা তাঁতীদলের সহ-সভাপতি বকুল ভূইয়া। উক্ত আলোচনা সভায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেল ৩টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাক ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন, এক পর্যায়ে কানায় কানায় মাঠ ভর্তি জনতার ঢল দেখা যায়। এসময় মাঠের সামনের রাস্তায় সমুদ্রে পরিণত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *