September 3, 2025, 7:40 pm
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, নোয়াখালীর সেনবাগে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জামাল উদ্দিন বাবলুর উদ্দ্যোগে, ৬নং কাবিলপুর ইউপির ৭নং ওয়ার্ডে এক আলোচনা সভা,বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য পদ নবায়ন অনুষ্ঠিত হয়।৩ রা সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার কাবিলপুরে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন ফারুকের সঞ্চালনায় ও বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সেনবাগ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন বাবলু।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শ্রমিক নেতা খুরশিদ আলম,৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,সাবেক কৃতি ফুটবলার রুহল আমিন, সাবেক সেনা কর্মকর্তা শাহাদাত হোসেন, নুরুজ্জামান চৌধুরী সহ অনেকেই।এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জিয়া পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সমগ্র দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা ওবায়দুল হক। অনুষ্ঠানে বিএনপির শতাধিক নতুন সদস্য অন্তর্ভুক্তি ও পুরাতন সদস্যের পদ নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।