September 5, 2025, 5:31 pm
এম এ আলিম রিপন,সুজানগর : বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সুজানগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সুজানগর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার বিকেল চারটায় অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে বের হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে সুজানগর পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস। প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা ও বর্তমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস । অন্যদের মাঝে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক ইউসুব আলী মোল্লা,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ওবায়দুল্লাহ। সমাবেশে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু শেখ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান আলী শেখ, বিএনপি নেতা কামরুল ইসলাম,খন্দকার গোলাম আযম, ইয়াকুব আলী, আলাউদ্দিন আলাল, সাফা, আলী আকবর, পৌর বিএনপি’র প্রচার সম্পাদক হাবিবুর রহমান রব, দপ্তর সম্পাদক হযরত আলী, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রইজ বিশ্বাস, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহিদ বিশ্বাস, যুবনেতা সেলিম, সিদ্দিকুর রহমান, কৃষকদল নেতা বঁাশি, যুবনেতা বাবু খান, রেজা, রবিউল ইসলাম রবি, মালেক, জেলা ছাত্রদল নেতা এস এম পাপ্পু, ছাত্রদল নেতা মেহেদী হাসান, শেখ রুবেল, সৈকত হাসান ফিরোজ ও সিয়াম সরদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জনগণ বিএনপির আহ্বানে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। কারণ তারা বিশ্বাস করতো একমাত্র বিএনপি পারে নতুন বাংলাদেশ গড়তে এবং তাদের স্বপ্ন পূরণ করতে।
সেই কারণে ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একমাত্র বিএনপি নেতাকর্মীরা প্রতিদিন প্রতি মুহূর্ত লড়াই করেছে। আর কোনো রাজনৈতিক শক্তি নেই, যারা এ দীর্ঘ সময় ধরে প্রতিদিন প্রতি মুহূর্ত লড়াই করেছে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে এবং পুলিশের বুলেটকে আলিঙ্গণ করে আমরা দেখিয়ে দিয়েছি গণতন্ত্রের প্রতি আমাদের নিবেদন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা কতটুকু দৃঢ়। সেই দীর্ঘ লড়াই, সংগ্রামে আমাদের আত্মত্যাগের একটি লক্ষ্য ছিল জনগণের কাঙিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ করা।