September 3, 2025, 9:15 pm
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা জুড়ে বিভিন্ন ব্যানারে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানের নেতৃত্ব প্রদান করেন পিরোজপুর জেলা বিএনপির একজন সদস্য ও নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. ফকরুল আলম।
বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে সুটিয়াকাঠি বাজার থেকে র্যালি শুরু হয়ে স্বরূপকাঠি বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ফেরিঘাট সংলগ্নে আলোচনা সভায় সমবেত হয়। এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে তুলে ধরে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যের আহ্বান জানায় স্থানীয় নেতৃবৃন্দ।
ফকরুল আলম বলেন, “নেছারাবাদের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। এখানে পরিবর্তনের প্রয়োজন রয়েছে, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপি প্রস্তুত।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষকদের মতে, পিরোজপুর-২ আসনে বিএনপি, জামাত এবং এনসিবির মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে। ফকরুল আলমের সক্রিয়তা ইতোমধ্যে জনগণের মধ্যে ব্যস্ততা সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কোন ধরনের বিভাজন চাই না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা জনগণের পাশে থেকে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করছি।”
ফকরুল আলম নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করতে গিয়ে জানান, যদি তাকে মনোনয়ন দেওয়া হয় এবং জনগণ নির্বাচিত করেন, তাহলে তিনি নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া উপজেলায় আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ঋণ প্রদান, অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির দিকে গুরুত্ব দেবেন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির কোন বিকল্প নেই।” জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী, ফকরুল আলমের জীবনযাপন ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক এবং রাজনৈতিক অভিজ্ঞতা তাকে পিরোজপুর-২ আসনে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।
এদিকে, নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজনটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছিল না, বরং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি মহড়ারূপে পরিণত হয়েছে। বিএনপি নেতাদের মধ্যে ঐক্য এবং জনগণের সমর্থন নিয়ে তারা কার্যক্রমে অগ্রসর হচ্ছে।
আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন, যা দলের শৃঙ্খলা ও ঐক্যের প্রতিফলন হিসেবে চিহ্নিত হয়েছে।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি ।।