September 3, 2025, 9:15 pm
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিএনপি’র সাবেক আহ্বায়ক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলার মিয়ারহাট ফজিলা রহমান মহিলা কলেজের সামনে দলীয় নেতা-কর্মীদের সংগঠনে একটি বৃহৎ সভার আয়োজন করা হয়।
সভায় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে শ্রদ্ধার সহিত তুলে ধরেন এবং কাজের মধ্যে ঐক্য গড়ে তুলতে ও দলের শক্তি বৃদ্ধির আহ্বান জানান। নেতৃবৃন্দ উল্লেখ করেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।”
এ উপলক্ষে সাবেক আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ তার বক্তব্যে বলেন, “আজকের এই দিনে আমরা একত্রিত হয়েছি আমাদের প্রতিষ্ঠার আদর্শ ও দলীয় ঐতিহ্য স্মরণ করার জন্য। বিএনপি কেবল রাজনৈতিক দল নয়, বরং এটি দেশের গণতন্ত্র এবং মানুষের স্বার্থের প্রতীক। সকল নেতাকর্মীকে বলব, একসাথে কাজ করতে এবং আমাদের মূলনীতিগুলি প্রতিষ্ঠার জন্য আরও সক্রিয় হতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় সাধারণ মানুষের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের উদ্দেশ্য হল দেশের উন্নতি ও গণতন্ত্রের সুরক্ষা করা। আসুন আমরা একত্রিত হয়ে কাজ করি যাতে দেশের জনগণের স্বার্থে আমাদের উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারি।”
অথবা, ওয়াহিদ তার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শের প্রতি মর্যাদা প্রদানের গুরুত্বও আলোচনা করেন এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও নৈতিকতা গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষ হলে একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়, যা মিয়ারহাট-ইন্দুরহাট বাজারের প্রধান সড়ক ধরে বের হয়ে যায়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং তারা দলের স্বার্থে নানা স্লোগান ও প্ল্যাকার্ড বহন করে।
এছাড়া, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা স্পষ্ট দেখা যায়।