September 7, 2025, 7:59 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুর মোল্লার সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব মোাহাম্মদ আলী জিন্নাহ’র সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
মাসুদুর রহমান লিটন, প্রধান বক্তা সদস্য উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফিন কনক।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাফায়েত হোসেন মাবুদ,
জালাল উদ্দীন, সেলিম উদ্দিন,
রাফিকুল ইসলাম,আব্দুর রাজ্জাক ও আব্দুল গাফফারপ্রমুখ।এছাড়াও উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।এদিন গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলা চত্ত্বরে নেতাকর্মীর ঢল নামে। দুপুরের পর থেকেই নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল উপজেলা চত্ত্বরে সমবেত হয়।#