September 7, 2025, 1:00 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
কাজের উদ্বোধনের ৮ মাস পর জেলা প্রশাসকের বিরু-দ্ধে রহ-স্যজনক অ-পপ্রচার-নে-পথ্যে চাঁ-দা বিএনপির প্র-তিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জে এম এ মজিদ এর উদ্যোগে ফুটবল ম্যাচ অ-নুষ্ঠিত বানারীপাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন- সভাপতি জাকির সম্পাদক পলাশ রাজশাহীতে মা-লপাহাড়ি আ-দিবাসীদের ঘরবাড়ি র-ক্ষার আ-ন্দোলন পাবনা-২ আসনে দঁাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ঐক্যব-দ্ধভাবে কাজ করতে হবে : অধ্যাপক হেসাব উদ্দিন ফঁা-সির মঞ্চে শীর্ষ আ-লেমদের অন্যা-য়ভাবে হ-ত্যা করেছে ফ্য-সিবাদী হাসি-না সরকার- গাফফার খান‎ বাবুগঞ্জে দীর্ঘ ৫৪ বছর ভোট কেন্দ্রে তাবু টানিয়ে ভোট নেয়া কেন্দ্রটি পরিব-র্তনের দাবিতে মা-নববন্ধন টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভি-যানে জুবায়ের নামের এক শীর্ষ স-ন্ত্রাসীকে গ্রে-প্তার করেছে পুলিশ শিক্ষার্থীদের সৎ মানবিক ও জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠ-তে হবে-যবিপ্রবি ভিসি অধ্যাপক আব্দুল মজিদ নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তু-লে নেওয়ার নাট-ক সদর থানা পুলিশের অ-ভিযানে গ্রেপ্তা-র ৪
কুমিল্লার নির্বাচনী সীমানা পু-ননির্ধারনে জটিলতা নিয়ে জ-নমনে নানান প্রশ্ন

কুমিল্লার নির্বাচনী সীমানা পু-ননির্ধারনে জটিলতা নিয়ে জ-নমনে নানান প্রশ্ন

কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

সারা দেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন অনুযায়ী প্রাথমিক তালিকার ওপর প্রাপ্ত আপত্তি, দাবি, সুপারিশ ও মতামত পর্যালোচনা শেষে এবং প্রকাশ্য শুনানি গ্রহণ করে কমিশন চূড়ান্ত তালিকা প্রণয়ন করেছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী কুমিল্লা জেলার সংসদীয় আসনগুলোর সীমানায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কুমিল্লা-১ আসন এখন দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত।

কুমিল্লা-২ আসনে অন্তর্ভুক্ত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা। কুমিল্লা-৩ আসন নির্ধারিত হয়েছে মুরাদনগর উপজেলা, কুমিল্লা-৪ আসন দেবীদ্বার উপজেলা নিয়ে। অন্যদিকে, কুমিল্লা-৫ আসন গঠিত হয়েছে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা দিয়ে পূর্বের ন্যায় রয়ে গেছে।

কুমিল্লা-৬ আসন রাখা হয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা ও সদর দক্ষিণ উপজেলা মিলিয়ে।
কুমিল্লা-৭ আসন চান্দিনা উপজেলাও আগের মতোই সীমানা রয়েছে, কুমিল্লা-৮ আসন বরুড়া উপজেলা, কুমিল্লা-৯ আসন মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা এবং কুমিল্লা-১০ আসন নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত হয়েছে। এছাড়া কুমিল্লা-১১ আসন নির্ধারণ করা হয়েছে এককভাবে চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে।

এর আগে ৩০ জুলাই প্রকাশিত প্রাথমিক তালিকা নিয়ে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও নাগরিক মহল থেকে বিভিন্ন প্রস্তাব ও আপত্তি জমা পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে ১৮ আগস্ট পর্যন্ত এসব দাবির ভিত্তিতে শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তথ্য-উপাত্ত এবং শুনানিতে উপস্থাপিত যুক্তি বিশ্লেষণ করে কমিশন নতুন এই তালিকা প্রকাশ করে।

এদিকে আসন পুনর্বিন্যাস তালিকা প্রকাশিত হওয়ার পরপরই আবারো বিতর্ক শুরু হয়েছে। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক নেতা জানান, কুমিল্লা সদর আসন আগেই অনেক বড় ছিলো, এর মাঝে সদর দক্ষিণ যুক্ত হয়ে এই এক আসনের ভোটার এখন ৬ লক্ষের উপরে হয়ে যাবে। এত ভোটার একটি আসন, এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা বলার অপেক্ষা রাখে না।

এদিকে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট ৩০০ আসনের পুনঃনির্ধারিত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে এবং তা বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় সংযুক্ত থাকবে।

আসনবিন্যাসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক চললেও ইসি মনে করছে, এই চূড়ান্ত তালিকা আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে। কমিশন এখন সকল রাজনৈতিক দল ও অংশীজনকে নির্বাচনকে সামনে রেখে কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী তার পূর্বের আসন পূর্ণবহালের দাবিতে দীর্ঘ দিন ধরে ঢাকা সহ কুমিল্লাতে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে গত ৩ রা সেপ্টেম্বর কুমিল্লা নগরীর পূর্বালী চত্বর সংলগ্ন লাকসাম সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD