ঈশ্বরগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি নেতা ইন্জিঃ এম এ মজিদ এর বৃক্ষরোপণ ক-র্মসূচি

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,আগামী ত্রোয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ – ৮ (ঈশ্বরগঞ্জ) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইন্জিঃ এম এ মজিদ। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক সফল রাষ্ট্রনাশক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলার ধনিয়াকান্দি হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গনে গাছের চারা রোপণ করে এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন তিনি। এসময় প্রায় ১২০০ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জনবান্ধব নেতা ইন্জিঃ এম এ মজিদ।

এসময় স্থানীয় বিএনপি ও এর অংগসমূহের নেতাকর্মী সহ মাদ্রাসার প্রিন্সিপাল মো. আতিকুল রহমান সিদ্দিকী ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইন্জিঃ এম এ মজিদ
বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাছ লাগানোকে খুব পছন্দ করতেন। তার স্মরণে যদি আমরা কিছু গাছ রোপণ করি ও মানুষকে উপহার দিই, তাতে পরিবেশ যেমন রক্ষা পাবে, তেমনি এর সুফল ভবিষ্যৎ প্রজন্মও ভোগ করবে। গাছের ফল, ছায়া এবং উপকারিতা আমাদের সমাজ ও পরিবেশের জন্য আশীর্বাদস্বরূপ। আমাদের এই কর্মসূচির উদ্দেশ্য লোক দেখানো নয়, বরং সত্যিকারের পরিবেশ রক্ষা ও জনকল্যাণে কাজ করা। তিনি আরো বলেন- গাছ মানুষের সবচাইতে বড় বন্ধু, গাছ লাগানোর কোনো বিকল্প নেই জানিয়ে তিনি সকলকে বেশি বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান।
এসময় তিনি আগামীর বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ” সকলকে ধানের শীষ “প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

##

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *