September 7, 2025, 7:57 am
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-জিরাবো সড়কের সামাজিক কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযানে একজন নারী ও দুইজন পুরুষ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনী যৌথ বাহিনী জানায়, গত রাত আড়াই টার দিকে সামাজিক কনভেনশন সেন্টার সংলগ্ন বাইপাইল-জিরাবো সড়কে পরিচালিত একটি যৌথ চেকপোস্ট অভিযানে সন্দেহভাজন একটি মাইক্রোবাস তল্লাশির সময় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেনাবাহিনী নেতৃত্বাধীন এই যৌথ অভিযানে পুলিশ ও বিজিবিও ছিল।
মাইক্রোবাসটি থেকে ১ জন নারী -নাজমা (স্থানীয় ডিস্ট্রিবিউটর, আশুলিয়া) এবং ২ জন পুরুষ – রাজন ও ইমান (সরবরাহকারী, সিলেট) কে আটক করা হয়। তারা সকলেই মাদক কারবারীর সাথে জড়িত থাকার ব্যাপারে সীকারোক্তি দিয়েছেন। রাজন ও ইমাম সিলেট থেকে মাদক এনে দিতেন, এবং নাজমা তা জামগড়া এলাকায় নিজে ও অন্যান্য খুচরা বিক্রেতাদের মাধ্যমে বিক্রি করতেন।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, তিনজন মাদক কারবারি কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য যৌথ বাহিনী তাদেরকে থানায় হস্তান্তর করেছেন।