September 1, 2025, 7:28 pm
শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিনিধি:
মানবাধিকার ও শান্তির পক্ষে কাজ করা বিশ্বব্যাপী সংগঠন World Human Rights and Peace Commission (WHRAPC)–এর ইন্টারন্যাশনাল মেম্বারশিপ সার্টিফিকেট চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। এ আয়োজনকে ঘিরে মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
সার্টিফিকেট প্রদান করেন-
WHRAPC–এর বাংলাদেশ এম্বাসেডর ও ডিরেক্টর জেনারেল, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ড. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “মানবাধিকার রক্ষা শুধু সংগঠন বা রাষ্ট্রের দায়িত্ব নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। যারা সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পক্ষে কাজ করছেন, তারাই প্রকৃত মানবাধিকার রক্ষক।”
সার্টিফিকেট গ্রহণ করেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধান ও সাংবাদিক নেতা আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আমিনুল হক রিপন, নারী উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী রিনা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মনিরুজ্জামান টিটু, সাংবাদিক ফজলুল হক মাসুদ, ক্রীড়া সাংবাদিক দেলোয়ার হোসেন ভোলা, সাংবাদিক কামরুজ্জামান, সাংবাদিক মোঃ শামীম, সাংবাদিক মোক্তার হোসেন প্রমুখ।
বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন ও শান্তি সংকটের সময়ে বাংলাদেশি কর্মীদের এ আন্তর্জাতিক স্বীকৃতি তাৎপর্যপূর্ণ বলে মনে করেন আয়োজকরা। তারা বলেন, সাংবাদিকদের কলমের শক্তি এবং নারী উদ্যোক্তাদের অবদান মানবাধিকারের ভিত্তিকে আরও শক্ত করবে।
অনুষ্ঠান শেষে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ–এর চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধানের উদ্যোগে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।