September 1, 2025, 7:40 pm
স্টাফ রিপোর্টারঃ
১ সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম এ মজিদ এর নেতৃত্বে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এর আগে শোডাউন পুর্ববর্তী সময়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা এসে জমায়েত হলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এম এ মজিদ নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন- আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বাংলার গণমানুষের অধিকার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে দলটির প্রতিষ্ঠা করেন সাবেক সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগামী নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি, এমনটাই আশা দলের নেতা-কর্মীদের। বিএনপি যেমন অতীতে মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেভাবেই সমাদৃত হওয়ার জন্য কাজ করতে হবে। বিশাল শোডাউন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং ময়মনসিংহ মহানগর আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে অংশগ্রহণ করেন। আনন্দ র্যালির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র জাতীয় স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন। র্যালিটি উৎস মুখর পরিবেশ নগরীর প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে, এই সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগ বিএনপি‘র সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপি‘র জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতাবৃন্দ।