September 2, 2025, 5:57 pm
এ কে খান :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবঃ লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। তিনি ১ সেপ্টেম্বর সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয়ে পৌঁছালে সংগঠনের কর্মকর্তারা তাঁকে স্বাগতম জানান। পরিদর্শনকালে আনসার ভিডিপি’র সিলেট রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান বিভিএমএস পিএএমএস, সিলেট রেঞ্জ, জেলা কার্যালয় ও বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। পরিদর্শনের শুরুতেই শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নের একটি সুসজ্জিত চৌকস দল উপদেষ্টা মহোদয়কে “গার্ড অব অনার” প্রদান করেন। এরপর তিনি সিলেট আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে একটি অ্যাভোকাডো বৃক্ষের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে উপদেষ্টা মহোদয় জপলা আনসার-ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন এবং নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। মতবিনিময় সভায় বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা, আনসার ব্যাটালিয়ন সদস্য, অঙ্গীভূত আনসার, সদর উপজেলার ভিডিপি ও টিডিপি সদস্যসহ ভাতাভোগী সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপদেষ্টা মহোদয় বাহিনীর গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের কথা তুলে ধরে সাম্প্রতিক সময়ের বাহিনীর বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও শারদীয় দুর্গাপূজায় সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত সকল সদস্য উপদেষ্টা মহোদয়ের দিক নির্দেশনা মনোযোগ সহকারে শোনেন এবং তা বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় সংগঠনের নানা পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী, আনসার ভিডিপি সদস্য, সদস্যা, টিডিপি সদস্য, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।