September 2, 2025, 5:56 pm
ফুলবাড়ীয়া( ময়মনসিংহ) প্রতিনিধি: পেশাজীবিদের সংগঠন জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আওতাধীন ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি অনুমোদন করেছেন ময়মনসিংহ জিয়া পরিষদের সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি করা হয়েছে এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না এবং সাধারণ সম্পাদক করা হয়েছে লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ঢাকার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরাম সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন সাবেক ছাত্রনেতা মো: মোজাম্মেল হক সরকারসহ ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
অপরদিকে একই সময়ে ফুলবাড়ীয়া পৌর শাখা জিয়া পরিষদের কমিটি অনুমোদন দিয়েছেন জেলা কমিটি।১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে দৈনিক জনবাণী পত্রিকার ব্যুরো চিফ, ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রনেতা এডভোকেট পারোয়ার হোসেন পিন্টু এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে দৈনিক মুক্ত খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি আলী আশরাফ।
সোমবার রাতে কমিটি হস্তান্তর শেষে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে ময়মনসিংহ জিয়া পরিষদ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন বলেন, জিয়া পরিষদ একটি বুদ্ধি ভিত্তিক পেশাজীবি সংগঠন। যারা সরাসরি বিএনপি’র রাজনীতি করতে পারেন না, তাদের জন্যই জিয়া পরিষদ। এই পরিষদে কমিটির মেম্বাররা হচ্ছেন সমাজের উঁচু শ্রেণির নাগরিক। যেমন বিভিন্ন চাকুরীজীবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেডিকেল কলেজের ডাক্তার, সরকারী কলেজের শিক্ষক।
জেলার সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, সংগঠনে যারা আগ্রহী তাদেরকেই দায়িত্ব উচিত। ডেকে এনে দায়িত্ব দিলে সংগঠনের প্রতি দরদ থাকে না। যারা কমিটিতে নুতন করে জায়গা পেয়েছেন এবং পুরাতন যারা একটিভ আছেন তাদের সমন্বয়ে ফুলবাড়ীয়ায় জিয়া পরিষদ একটি ভালো অবস্থান তৈরি করবে বলে আমি প্রত্যাশা করি। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছ জানিয়ে তিনি আশা পোষণ করেন নবগঠিত এই কমিটির মাধ্যমে আগামী দিনে ফুলবাড়ীয়া উপজেলায় জিয়া পরিষদের কমিটির নেতৃত্বে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।