September 2, 2025, 6:00 pm
এম এ আলিম রিপন,সুজানগর ঃ বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনার সুজানগর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পাবনা জেলা কৃষকদলের সভাপতি মো.আবুল হাশেম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (আসিপ) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই সাময়িক বহিষ্কার আদেশ সংবাদমাধ্যমে প্রেরণ করা হয়। সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল সুজানগর পৌর এলাকার ভবানীপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে । প্রেস রিলিজে অনাকাঙ্খিত কর্মকান্ড, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কৃষকদলের সংসদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে ।
উল্লেখ্য , গত রবিবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলসহ তিনজনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে
সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ ও র্যাব জানায়, তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা নেয়া করতো, এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহাদর্য পরিবহনে তল্লাশি চালায় র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে এইসব ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং
আটককৃতদের নামে মাদকের মামলা দায়ের করা হলে সোমবার (১ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।