September 1, 2025, 7:32 pm
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ এর চৌকষ দল অভিযান চালিয়ে ১৯৭৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো -পাবনা সদর রাধানগর গ্রামের আব্দুল জলিলের পুত্র আমিনুল ইসলাম রনি (৪৫),আরেকজন পাবনা সদর দোহারপাড়া গ্রামের জহুরুলের পুত্র রাশেদ রানা (৪২)এবং পাবনার সুজানগর থানার ভবানিপুর গ্রামের সেকেন্দার আলীর পুত্র আ: মজিদ মন্ডল (৪৮)।
ঘটনাটি ঘটেছে,গত রবিবার সকাল সোয়া ১০ টায়।রেব-১২ এর একটি টিম মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালাচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে,যাত্রীবাহী বাসের মধ্যে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে।এ কারনে সলঙ্গা থানার হাটিকুমরুল রোড ন্যাশনাল ফুড ভিলেজের পাশে অস্থায়ী চেকপোস্ট বসায়। উল্লেখিত সময়ে কক্সবাজার হতে পাবনাগামী এসি স্লিপার কোচ (ঢাকা মেট্রো-ব-১২-২৭১৩) থামিয়ে ৩ যাত্রীর দেহ তল্লাসী করে মোট ১৯৭৭ পিচ ইয়াবা ট্যাবলেট,৪ টি মোবাইল ফোন,নগদ ২০,২২০ টাকাসহ তাদেরকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায়,তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।