September 1, 2025, 7:33 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা>>>
বরিশালের বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামে বন্ধুর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুবরণ করলেন মোটর মেকানিক ইয়াসিন (২৪)।
ঘটনাটি ঘটে সাতদিন আগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা সাতদিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার (৩০ আগস্ট) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় নিহত ইয়াসিনের বাবা এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় একই গ্রামের পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন— রাসেল সিকদারের ছেলে মমিনুল ইসলাম লিমন (২০), ইমন (২৪), ১নং আসামির মা নাজমা বেগম (৪৫), চাচাতো ভাই রিপন ও রাকিব। এছাড়া অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ইয়াসিন ছিলেন শান্ত স্বভাবের একজন তরুণ মোটর মেকানিক। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এলাকাবাসীর দাবি, আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
নিহত ইয়াসিনের পরিবার এবং এলাকাবাসী এই হত্যার সঠিক বিচার দাবি করেছেন।