নলছিটির মোল্লারহাটে বিএনপির ৪৭তম প্র-তিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টায় মোল্লারহাট চৌমাথা এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ আলম জোমাদ্দার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোকন ব্যাপারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আসিফ মোল্লা, কলেজ ছাত্রদলের সভাপতি জায়েদ ব্যাপারী ও সাধারণ সম্পাদক মো. রিমন মোল্লা।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষা, ঐক্য, প্রগতি ও তারুণ্যের অঙ্গীকার নিয়েই বিএনপি আজও জনগণের পাশে আছে। তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন—তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বক্তারা আরও বলেন, বিএনপি হলো দেশের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. মিলন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহাদাৎ সিকদারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোল্লারহাট ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকীতে অসংখ্য কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *