গোদাগাড়ীতে বিমান বাহনীর সাবেক কর্মকর্তা জিআরপি মসজিদের ইমাম মাসউদ আলমের দা-ফন স-ম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর মহল্লার অহংকার,, ডিমভাঙ্গা জিআরপি জামে মসজিদের দীর্ঘদিনের বিনা বেতনের সাবেক ইমাম, বিমান বাহনীর সাবেক ওয়ারেন্ট অফিসার, দৈনিক ইনকিলাবের পাঠক ফোরামের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসউদ আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ৬ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি মা, একমাত্র ছেলে মোঃ ইকবাল, বড় মেয়ে জবা ও ছোট মেয়ে মাহমুদা, মেয়ের জামাইসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

তিনি গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজ (মহিশালবাড়ী) এর গভর্নিংবডির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি মসজিদে মসজিদে গিয়ে কুরআন, হাদিসের আলোকে বিভিন্ন মানুষকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান করতেন। অনেক সময় তিনি নিজ বাড়ীতে মানুষকে ডেকে আল্লাহ পথে আসার জন্য বিস্তর আলোচনা করতেন।

আজ বিকাল সাড়ে ৫ টার সময় মহিশালবাড়ী গোরস্থানে নামাজের জানাজা শেষে দাফন করা হয়। তার নামাজের জানাজায় ইমামতি করেন
ফায়ার সার্ভিস মোড এলাকার মসজিদের সাবেক ইমাম মাও. রুহুল আমিন।

গোদাগাড়ীর সাদিকুল ইসলাম বলেন, মাসুদ আলম ভাই খুব ভাল মানুষ ছিলেন। তিনি যেমন কুরআন, হাদীস জানতেন তেমনী ইংরেজিতে বেশ পারদর্শী ছিলেন। তিনি ডিমভাঙ্গা জিআরপি জামে মসজিদে দীর্ঘ কয়েকবছর কোন প্রকার সম্মানী ছাড়ায় ইমামতি করেছেন এবং মানুষকে আল্লাহর পথে আসার আহ্বান করেছেন।

বড় জামাই মোঃ আলাউদ্দিন বলেন, আব্বা বাসায় একাই থাকতেন। ফজরের নামাজ শেষ করে গ্যাসে নাস্তার জন্য ডিম সিদ্ধ করতে দিয়ে চিয়ারে বসে পড়েন এবং ওই অবস্থায় মৃত্যু বরন করেন । সকাল ৬ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ডিমগুলি পুড়ে যায়। পরে গেটের তালা ভেঙ্গে বের করা হয়।

মহিশালবাড়ী বাজার কমিটির সদস্য পারফেক্ট ফ্যাশান এর মালিক সাদিকুল ইসলাম জানান, তিনি দৈনিক ইনকিলাবের জন্মলগ্ন থেকে পাঠক ছিলেন। আমার দোকানে মাঝে মধ্যে এসে ইনকিলাবের নিউজ নিয়ে বিশ্লেষণ করতেন। নিজে ইনকিলাব পেপার কিনে পড়তেন। মাসউদ ক্লথের মালিক ছিলেন এবং ইমামতি করতেন। দু বছর আগে স্ত্রীকে হারিয়ে তিনি বড় একা হয়ে গিয়েছিলেন। দীর্ঘ কয়েকবছর কাপড়ের ব্যবসা করেছেন। মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করতেন। ছোট বড় সবাই উনাকে সালাম দিতেন। এলাকাবাসী একজন ভাল মানুষকে হারালেন, যার অভাব পূরন হবার নেই।

মরহুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার সভার সাবেক মেয়র মোহাম্মদ আমিনুল ইসলাম, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, মাটিকাটা আর্দশ ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ আব্দুল খালেক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, সাবেক প্রধান শিক্ষক মোঃ সিকান্দার আলী, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফা প্রমূখ।

মোঃ হায়দার আলী,
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *