September 1, 2025, 5:59 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নে-তা রাজন ভূঁইয়া গ্রে-ফতার সলঙ্গায় ইয়া-বাসহ ৩ মাদক ব্য-বসায়ী গ্রে-ফতার বাবুগঞ্জে বন্ধুর ছু-রিকাঘাতে আহ-ত মেকানিক ইয়াসিনের মৃ-ত্যু- হ-ত্যা মাম-লা দা-য়ের র‌্যাব-১২ এর অ-ভিযানে ১৯৭৭ পিস ই-য়াবা সহ ৩ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নে-ই শো-কের ছা-য়া ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে মানুষের ঢ-ল নড়াইলে ডিবি পুলিশের অ-ভিযানে ই-য়াবা ট্যা-বলেটসহ একজন গ্রে-ফতার দোয়ারাবাজারে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধ-র্ষণের অ-ভিযোগে মাদরাসা শিক্ষক গ্রে-ফতার গোদাগাড়ীতে বিমান বাহনীর সাবেক কর্মকর্তা জিআরপি মসজিদের ইমাম মাসউদ আলমের দা-ফন স-ম্পন্ন মাদ্রাসায় শিক্ষাবৃত্তি বি-তরণে অ-নিয়ম তদন্তে অর্থ আ-ত্মসাত ও স্বজনপ্রী-তির স-ত্যতা মিলেছে
কুমিল্লাতে ৩ পরিবারের সকলকে বেহু-শ করে ডা-কাতি

কুমিল্লাতে ৩ পরিবারের সকলকে বেহু-শ করে ডা-কাতি

মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

কুমিল্লার চৌদ্দগ্রামে স্প্রে ছিটিয়ে তিন পরিবারের অন্তত ১২জন সদস্যকে অচেতন করে তাদের ঘরে থাকা নগদ চার লাখ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বত্তরা।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সেখানে ভর্তি করা হয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগি পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, চিওড়া বাজারের একতা ট্রেডার্সের মালিক মো. আব্দুস সাত্তার প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১০টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। ঘরে পৌঁছার কিছুক্ষণ পরই তার ছেলে আব্দুল্লাহ আল কায়েস বলেন, তার মাথা ঘুরাচ্ছে।
পরে কায়েস সহ ঘরে থাকা সকলে অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন। পাশের দুটি ঘরে থাকা লোকজনও একই সময় অচেতন হয়ে যায়।
পরদিন রবিবার সকালে তাদের ঘরের কেউ ঘুম থেকে উঠছে না দেখে আশেপাশের লোকজন তাদের ডাকাডাকি করেন।
এতে ঘর থেকে কোনো প্রকার সাড়া-শব্দ না পেয়ে এলাকার লোকজন জড়ো হয়। পরে স্থানীয় লোকজন ঘর থেকে ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার, তার পিতা মো. শাহজাহান, ছেলে আব্দুল্লাহ আল কায়েস, আব্দুল্লাহ আল শুভ, পাশের ঘরের মো. সোলেমান, তার স্ত্রী রাশেদা বেগম, ছেলে মো. সাজ্জাদ হোসেন, মেয়ে ঝুমুর আক্তার, নুফুর আক্তার ও নিহা আক্তার, অপর ঘরের মো. মিলন ও তার মেয়ে মিশু আক্তারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সকলকে ভর্তি দেন। আজ তিন দিন পার হলেও সুস্থ্য হয়নি তারা এখনো তাদের চিকিৎসা চলছে।

স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, এলাকার সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে চেতনানাশক স্প্রে ব্যবহার করে তিন পরিবারের সকল সদস্যকে অচেতন করে।
পরে অজ্ঞাতনামা এ চক্রটি রাতের আঁধারে একটি ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে বিদেশ যাওয়ার জন্য রাখা নগদ ৪ লাখ টাকা ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন চিওড়া বাজারের ব্যবসায়ী ভুক্তভোগি মো. আব্দুস সাত্তার বলেন, ‘কিভাবে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটলো কিছুই বুঝতে পারিনি।
নতুন ঘটনার ভিকটিম হলাম। আমার পরিবারের সকলে অচেতন হয়ে গিয়েছিলো। সকলের জ্ঞান ফিরলেও এখনো সবাই হাসপাতালে চিকিৎসাধিন আছে।

ভুক্তভোগি ঝুমুর আক্তার বলেন, প্রতিদিনের মতই ছোট ভাইকে নিয়ে পড়তে বসি। খাবার খাওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে রাত অনুমান ১১টায় মাথা ঘুরাচ্ছে বুঝতে পেরে ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল ৯টার পরে প্রতিবেশীদের ডাকে ঘুম ভাঙ্গে। মা তখনও অজ্ঞান ছিলো। এ সময় আমরা কেউই ঠিকভাবে দাঁড়াতে পারছিলাম না। সকলে আতঙ্কিত হয়ে পড়ি। ঘরে থাকা আলমারির সামনে ৫শ’ টাকার একটি নোট পড়ে থাকতে দেখি। নগদ টাকা সহ ঘরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে দুর্বত্তরা। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, অজ্ঞান অবস্থায় একই বাড়ীর তিন পরিবারের প্রায় ১২জন সদস্যকে নিয়ে আসে স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালে ভর্তি করানো হয় এবং উন্নত চিকিৎসা চলমান রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগিরা কিছুই বলতে পারছে না। ধারনা করা হচ্ছে, কোনো চেতনানাশক ব্যবহার করে তাদের অজ্ঞান করা হয়েছিলো। ভুক্তভোগিদের অন্তত ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে গিয়ে ভুক্তভোগিদের সাথে কথা বলেছি। কিভাবে কি ঘটেছে কেউই কিছু বলতে পারছে না। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD