September 1, 2025, 6:00 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নে-তা রাজন ভূঁইয়া গ্রে-ফতার সলঙ্গায় ইয়া-বাসহ ৩ মাদক ব্য-বসায়ী গ্রে-ফতার বাবুগঞ্জে বন্ধুর ছু-রিকাঘাতে আহ-ত মেকানিক ইয়াসিনের মৃ-ত্যু- হ-ত্যা মাম-লা দা-য়ের র‌্যাব-১২ এর অ-ভিযানে ১৯৭৭ পিস ই-য়াবা সহ ৩ জন মা-দক ব্যবসায়ী গ্রে-ফতার সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নে-ই শো-কের ছা-য়া ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে মানুষের ঢ-ল নড়াইলে ডিবি পুলিশের অ-ভিযানে ই-য়াবা ট্যা-বলেটসহ একজন গ্রে-ফতার দোয়ারাবাজারে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধ-র্ষণের অ-ভিযোগে মাদরাসা শিক্ষক গ্রে-ফতার গোদাগাড়ীতে বিমান বাহনীর সাবেক কর্মকর্তা জিআরপি মসজিদের ইমাম মাসউদ আলমের দা-ফন স-ম্পন্ন মাদ্রাসায় শিক্ষাবৃত্তি বি-তরণে অ-নিয়ম তদন্তে অর্থ আ-ত্মসাত ও স্বজনপ্রী-তির স-ত্যতা মিলেছে
আশুলিয়ায় এসআই মাসুদ রানা ক্লো-জড

আশুলিয়ায় এসআই মাসুদ রানা ক্লো-জড

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় জোনায়েদ (০৫) নামের এক শিশু অপহরণের পর হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর২০২৫ইং) আশুলিয়া থানা পুলিশ সূত্র জানা গেছে, ক্লোজ হওয়া (এসআই) মাসুদ রানা ১৫দিন আগে মানিকগঞ্জ থেকে আশুলিয়া থানায় যোগদান করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। তিনি আজ স্বাক্ষী সংক্রান্ত ছুটিতে আছেন। এসআই মাসুদ রানাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নিরপরাধ ব্যাক্তিকে চুরির মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন অপর ভুক্তভোগী। মাত্র ১৫দিন আগে আশুলিয়া থানায় যোগদান করে তিনি ধান্ধাবাজি শুরু করে ধরা পড়ে ক্লোজ হলেন।

জানা যায়, নিখোঁজ ডায়েরির তদন্তের জন্য ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা দাবি ও আদায় করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা। টাকা আদায় করার পরেও তিনি কোন ধরনের তদন্ত করেননি। এমনকি ভুক্তভোগী পরিবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বিরক্ত হয়ে বলতেন, এই থানায় আরও ২০/২৫ জন নিখোঁজ রয়েছে। তাদের কেউ এতোটা বিরক্ত করে না, যতোটা তারা করছেন। পুলিশি সেবা না পেয়ে হতাশা নিয়ে র‍্যাবের সাথে যোগাযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে নিখোঁজের ১৩দিন পর শিশু জোনায়েদের হাড়গোড় উদ্ধার করে খুনি মোরসালীনকে গ্রেফতার করে র‍্যাব-৪।

পরবর্তীতে টাকা দাবি-দায়িত্বে অবহেলা ও টাকা আদায়ের বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে গত ৩০-৩১ আগস্ট সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার এসপি মহোদয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, (এসআই) মাসুদ রানা ডেঙ্গু আক্রান্ত হয়ে ছুটিতে ছিলেন। তাকে ছুটি অবস্থায় ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, এর আগে গত বছর ৫ আগষ্টের পর গত ১০ মাসে ৫জন ওসি ও একজন তদন্ত ওসিকে ক্লোজ বা বদলি করা হয়, আবারও আশুলিয়া থানার (এসআই) মাসুদ রানাকে ক্লোজ করা হলো। আশুলিয়া থানায় অর্ধশতাধিক (এসআই) ও (এ এসআই) থাকেন তাদের মধ্যে এক দুইজনের দায়িত্বে অবহেলা স্বাভাবিক বিষয় বলে দাবি করেন পুলিশ কিছু সদস্য।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD