September 1, 2025, 6:00 pm
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় জোনায়েদ (০৫) নামের এক শিশু অপহরণের পর হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর২০২৫ইং) আশুলিয়া থানা পুলিশ সূত্র জানা গেছে, ক্লোজ হওয়া (এসআই) মাসুদ রানা ১৫দিন আগে মানিকগঞ্জ থেকে আশুলিয়া থানায় যোগদান করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। তিনি আজ স্বাক্ষী সংক্রান্ত ছুটিতে আছেন। এসআই মাসুদ রানাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নিরপরাধ ব্যাক্তিকে চুরির মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন অপর ভুক্তভোগী। মাত্র ১৫দিন আগে আশুলিয়া থানায় যোগদান করে তিনি ধান্ধাবাজি শুরু করে ধরা পড়ে ক্লোজ হলেন।
জানা যায়, নিখোঁজ ডায়েরির তদন্তের জন্য ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা দাবি ও আদায় করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা। টাকা আদায় করার পরেও তিনি কোন ধরনের তদন্ত করেননি। এমনকি ভুক্তভোগী পরিবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বিরক্ত হয়ে বলতেন, এই থানায় আরও ২০/২৫ জন নিখোঁজ রয়েছে। তাদের কেউ এতোটা বিরক্ত করে না, যতোটা তারা করছেন। পুলিশি সেবা না পেয়ে হতাশা নিয়ে র্যাবের সাথে যোগাযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে নিখোঁজের ১৩দিন পর শিশু জোনায়েদের হাড়গোড় উদ্ধার করে খুনি মোরসালীনকে গ্রেফতার করে র্যাব-৪।
পরবর্তীতে টাকা দাবি-দায়িত্বে অবহেলা ও টাকা আদায়ের বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে গত ৩০-৩১ আগস্ট সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার এসপি মহোদয়।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, (এসআই) মাসুদ রানা ডেঙ্গু আক্রান্ত হয়ে ছুটিতে ছিলেন। তাকে ছুটি অবস্থায় ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, এর আগে গত বছর ৫ আগষ্টের পর গত ১০ মাসে ৫জন ওসি ও একজন তদন্ত ওসিকে ক্লোজ বা বদলি করা হয়, আবারও আশুলিয়া থানার (এসআই) মাসুদ রানাকে ক্লোজ করা হলো। আশুলিয়া থানায় অর্ধশতাধিক (এসআই) ও (এ এসআই) থাকেন তাদের মধ্যে এক দুইজনের দায়িত্বে অবহেলা স্বাভাবিক বিষয় বলে দাবি করেন পুলিশ কিছু সদস্য।