August 31, 2025, 5:35 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভি-যানে ট্রাফিক আ-ইনে ২১ মাম-লা দা-য়ের  ময়মনসিংহে তিনদফা দা-বীতে বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অব-রোধ, ভো-গান্তিতে যাত্রীরা পটুয়াখালীতে যুব অধিকারের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিপি নুর সহ সকল আহ-তদের সুস্থতার জন্য দো-য়া ও মিলাদ সড়ক অ-বরোধ করে মানিকহাট ইউনিয়ন পরিষদে ভূমি অফিস স্থানান্তরের দাবিতে বিক্ষো-ভ ও মা-নববন্ধন আশুলিয়ায় কিশোর গ্যা-ং মা-দক স-ন্ত্রাসীদের অ-ত্যাচারে অতি-ষ্ঠ পোশাক শ্রমিক এলাকাবাসী সুনামগঞ্জ-৫ আসনে জ-মজমাট ল-ড়াইয়ে বিএনপি জামায়াত ও উদীয়মান ইসলামি নেতৃত্ব ধামইরহাটে অ-গ্নিকান্ডে ক্ষ-তিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, টাকার চেক ও খা-দ্যদ্রব্য বি-তরণ পাইকগাছায় পোদা নদী ও গয়সা খাল উন্মুক্তের দা-বীতে মা-নববন্ধন অ-নুষ্ঠিত গোদাগাড়ীর পালপুর মালিগাছায় দু-র্বৃত্তরা নিজ বাড়িতে খু-ন করছে এক বৃদ্ধাকে নলছিটিতে জা-মায়াতের এমপি প্রার্থীর গ-ণসংযোগ
সড়ক অ-বরোধ করে মানিকহাট ইউনিয়ন পরিষদে ভূমি অফিস স্থানান্তরের দাবিতে বিক্ষো-ভ ও মা-নববন্ধন

সড়ক অ-বরোধ করে মানিকহাট ইউনিয়ন পরিষদে ভূমি অফিস স্থানান্তরের দাবিতে বিক্ষো-ভ ও মা-নববন্ধন

এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন পরিষদে স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
রবিবার (৩১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুজানগর-কাজিরহাট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানিকহাট ইউনিয়নের রাইপুরে মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, থানার ওসি মজিবর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে সুষ্ঠ সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।পরে এ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মানিকহাট ইউনিয়নের সর্বস্তরের সচেতন মহলের আয়োজনে এ কর্মসূচিতে ইউনিয়নের সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য দেন মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আমিনুর রহমান, হাফিজ, হাবিবুর রহমান, সাকিবুল, রনাই প্রাং, রিপন শেখ, কালাম মোল্লা, আব্দুল মজিদ , মকছেদ শেখ, দবির শেখ, আলমগীর হোসেন, নাজিম প্রামানিক, নজরুল ইসলাম, সুমন ও ঝন্টু প্রমুখ। বক্তারা জানান, উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন হচ্ছে মানিকহাট ইউনিয়ন,এই ইউনিয়নের জনসংখ্যা ৩৩ হাজারের অধিক এবং ১৭টি গ্রাম ও ১৮টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের কোন ভূমি অফিস নেই। সাতবাড়িয়া নামক অন্য ইউনিয়নে গিয়ে মানিকহাট ইউনিয়নের বাসিন্দাদের ভূমি সংক্রান্ত সকল সেবা নিতে যেতে হয়। এতে সময়ের অপচয়সহ সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তাই মানিকহাট ইউনিয়নের মাঝ বরাবর অবস্থিত পরিষদ কার্যালয়টিতে ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। তারা আরো বলেন, ইতিমধ্যে তারা অবগত হয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধতন কয়েকজন কর্মকর্তাকে অনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমে মানিকহাট ইউনিয়নের বিস্তীর্ণ গাজনার বিলের এক পাশের প্রত্যন্ত একটি গ্রাম উলাটে স্থানান্তরের চেষ্টা করছে বিতর্কিত প্রভাবশালী এক ব্যক্তি তার নিজের সুবিধা আদায়ের জন্য। যেখানে যাতায়েত ব্যবস্থা ভাল না এবং একটি অরক্ষিত জায়গা। আমরা এটার প্রতিবাদ জানাই। আমরা জীবন দিব, তবু ইউনিয়ন ভূমি অফিস উলাটে স্থানান্তর করতে দিবনা বলে হুশিয়ারী দেন মানববন্ধনকারীরা। মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বলেন, মানিকহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ইউনিয়নের মাঝামাঝি স্থানে অবস্থিত, তাই ইউনিয়ন ভূমি অফিসটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানান্তর করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে এই পরিষদটিতে ইউনিয়নের যেকোন স্থান থেকে সহজেই আসা যায়। এরপরও একটি কুচক্রী মহল ইউনিয়নের একপাশের একটি গ্রাম উলাটে নেওয়ার চেষ্টা করছে। উলাট গ্রামটি ইউনিয়নের এক পাশে অবস্থিত, সেখানে কোন যুক্তিতে ভূমি অফিস নেওয়ার সুযোগ নেই। এরপরও যদি কোন কুচক্রী মহল উলাটে স্থানান্তর করতে চায়, তাহলে দলমত নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবাদ করব। যারা উলাটে স্থানান্তরের চেষ্টা করছে, তারা সুযোগ সন্ধানী বলেও উল্লেখ করেন তিনি । আমিনুর রহমান তার বক্তব্যে বলেন, মানববন্ধনে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধ সবাই এসেছে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভূমি অফিস স্থানান্তরের দাবিতে । আমরা আশাকরি ইউনিয়ন ভূমি অফিস উলাটে স্থানান্তর না করে মানিকহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে করা হয় সে ব্যাপারে জেলা প্রশাসক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আর তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন ।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, সরকারের ঊর্ধ্বতনকর্তৃপক্ষ স্থানীয় ইউনিয়নবাসীর দাবির যৌক্তিকতা নিরুপনে যাচাই-বাছাই করতে নির্দেশনা দিলে উপজেলা প্রশাসন সেটি করতে প্রস্তুত রয়েছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD