August 31, 2025, 5:35 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার পাইকগাছায় পোদা নদী ও গয়সা খাল উন্মুক্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে লতা ইউনিয়নবাসীর আয়োজনে ধলাই ব্রীজ চত্বরে লতা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি অসিম রায়ের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল। লতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু মুছা সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সুষমা রানী রায়, সুশান্ত সরকার, সুশান্ত দফাদার, মনিরুল খলিফা, দিপক রায়, জলিল শেখ, মনিরুল সানা, মাইকেল মন্ডল, শাহিন সানা, শহিদুল খলিফা, মিজান হাওলাদার, রাজু মন্ডল, ইসহাক সরদার, শাহাদাৎ গাইন, ফারুক হোসেন, হোসেন আলী, আমিরুল ইসলাম, আল্লাদ দফাদার, সনজিত মুনি ও আনিচ সানা।
মানববন্ধনে বক্তারা বলেন ৫৫ একরের পোদানদী ও ১৯ একরের গয়সা খালে ইজারদার ১৮ টি জায়গায় নেটপাটা ও ৩ টি স্থানে মাটি দিয়ে বাঁধ দিয়ে এলাকা প্লাবিত করছে। অবিলম্বে অবৈধ বাঁধ ও নেটপাটা অপসারণ করে জনসাধারণের জন্য নদী উন্মুক্তের জোর দাবী জানান।
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা