পটুয়াখালী প্রতিনিধি।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫’ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে গন-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ সকল আহতদের সুস্থতা কামনায় দোয়া, মিলাদ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩১’আগস্ট সন্ধ্যা ৭ টার সময় নতুন বাজার এলাকায় জেলা কার্যালয়ে দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম (রুম্মান) এর সভাপতিত্বে এবং জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহমান এর সঞ্চালনায় উক্ত দোয়া মিলাদ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ-আলম সিকদার, এম,সোহেল রানা যুগ্ন-আহব্বায়ক গনঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা, মশিউর রহমান সাদ্দাম মৃধা যুগ্ন-আহবায়ক গন-অধিকার পরিষদ পটুয়াখালী জেলা, এ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ (পাশা) ১ নং সদস্য পটুয়াখালী জেলা গন-অধিকার পরিষদ। এছাড়াও বাউফল উপজেলা গন-অধিকার পরিষদের আহব্বায়ক হাবিবুর রহমান, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, জেলা যুব-অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মনির মোল্লা সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্র অধিকার পরিষদ সোহাগ হোসেন সহ জেলা উপজেলার গন অধিকার, যুব অধিকার, ছাত্র অধিকার, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, ঢাকায় গন অধিকার পরিষদের শান্তিপূর্ন সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনী বাংলাদেশ গন-অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর সহ অন্যান্য নেতাকর্মীদের উপর উদ্দেশ্য প্রনোদিত ন্যাক্কারজনক হামলা চালায়।হামলায় ভিপি নুর গুরুত্বর আহত হন। এসময় দলের অর্ধশতাধিক নেতাকর্মী ও আহত হয়েছেন। জুলাই আগস্ট বিপ্লবদের হত্যার ষড়যন্ত্র চলছে এটাই তার নমুনা। অমানবিক এ হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী ও তাদের ইন্দোনদাতাদের বিচারের আওতায় আনা এবং ফ্যাসিস্ট সরকারের সহযোগি জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানান।
আলোচনা শেষে দলের সভাপতি ভিপি নুরুল হক নুর সহ আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মোনাজাত করেন মাওলানা সাইফুল ইসলাম।

Leave a Reply