August 31, 2025, 2:53 pm
হারুন অর রশিদ,
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও ইসলামপুর গ্রামের আব্দুল মালেক এর পুত্র এশাদ মিয়া দোয়ারাবাজার থানায় উপস্থিত হয়ে একই গ্রামের পাশের বাড়ির বাসিন্দা আবুল হোসেন এর পুত্র মো. আবু সাইদ ও তার অনুসারীদের বিরুদ্ধে দীর্ঘদিনের চলাচলের তার বাড়ি প্রবেশের একটি মাত্র রাস্তা বন্ধ করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন
ভুক্তভোগী পরিবার।
রবিবার (৩১ আগস্ট) ঝুমগাঁও ইসলামপুর সরে জমিনে উপস্থিত হয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ ৪০/৪৫ বছর যাবত আব্দুল মালেক এর পরিবার এই রাস্তা ব্যবহার করে আসছে। এবং তাদের নিকট থেকেই রাস্তা দেওয়ার কথা বলে আবু সাইদ এর পিতা ক্রয় সূত্রে বাড়ির মালিক হন। তবে ঐ সময় সরলতার কারণে দলিলে রাস্তার কথা উল্লেখ না থাকায়, এখন একটু ঝগড়া বিবাদ হলেই রাস্তা বন্ধ সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগে জানা যায় ঘটনার দিন ২৭/০৮/২৫ ইং সকালে বিবাদী আবু সাইদ ও তার অনুসারীদের নিয়ে রাস্তা বন্ধ করে হুমকি দিয়ে ভুক্তভোগী পরিবারের পুত্র এরশাদ মিয়ার বসতঘরে হামলা করে মারপিঠ সহ তার টিনশেট ঘর কুপিয়ে মারাত্মক ক্ষতি করে। এছাড়াও তার বয়স্ক মাকে মারপিট করেছে।
অভিযোগকারী এশাদ মিয়া বলেন, আমি অসহায় গরীব মানুষ প্রতিপক্ষের লোকজন টাকার গরমে সবসময় আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আসছে। স্থানীয় গ্রাম পঞ্চাতের কথাও তারা মানে না। রাস্তা বন্ধের হুমকি দিয়ে আমার বাড়িতে হামলা করে আমাকে ও আমার মাকে মারপিট করেছে। আমি দেশবাসী ও প্রশাসনের নিকট বিচার চাই।
এব্যাপারে প্রতিপক্ষ আবু সাইদ এর মা কুলসুমা বেগম বলেন, রাস্তায় আমাদের বাঁধা দেই না, তবে রাস্তার পাশে ছোট একটা তাল গাছ নিয়ে সমস্যা। আমি এশাদকে তাল গাছে বিষ দেওয়ার কথা বলায় এশাদ মিয়া পাশের ছায়েম এন্ড সুমি ভ্যারাইটিজ স্টোর দোকানের সামনে আমাকে মারপিট করে। আমি চিৎকার করিলে কয়েকজন আমাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল হক বলেন, রাস্তা নিয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।