September 1, 2025, 2:57 am
মোঃমিজানুর রহমান , কালকিনি,ডাসার প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলার আড়ুয়া কান্দী ভৈরবী গবিন্দ মন্দিরে আজ রবিবার দুপুরে হিন্দু ধর্মের মতে শ্রী শ্রী রাধা রানীর জন্ম তিথি, রাধা অষ্টমী উপলক্ষে ভৈরবী গোবিন্দ মন্দিরে একটি বিশাল প্রার্থনা সভার আয়োজন করা হয়। সভায় শতাধিক মহিলা রাধা রানীর বেশে ভৈরবী গোবিন্দ মন্দির থেকে পদ যাত্রা শুরু করে আশ্রামের ইসকন মন্দিরে গিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রমা বাড়ৈ বলেন,রবিবার শ্রী রাধিকার জন্ম তিথি। এই উপলক্ষে অত্র অঞ্চলের সকল সখিরা প্রানবন্ত হয়ে একত্রিত হয়েছেন, রাধা রানীর করুনা লাভের প্রত্যাশায়।। অত্র এলাকার সকল ধর্মপ্রাণ হিন্দুরা অনুষ্ঠানে যোগদান করেন।অনুষ্ঠান শেষে প্রসাদ বিতারন করা হয়েছে।