‎সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জো-রপূর্বক দ-খলের পা-য়তারার অ-ভিযোগ

কে এম শহিদুল্লাহ,
‎সুনামগঞ্জ প্রতিনিধি :
‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানাধীন পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার নিজ মালিকানা জায়গার চলাচলের রাস্তা জোরপূর্বক ভাবে দখলের পায়তারা করছে ১টি ভূমি খেঁকো প্রভাবশালী চক্র। এঘটনায় আদালতের আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী প্রবাসী ময়না মিয়া গংরা। জানা যায় ময়না মিয়া তিনি শান্তিগঞ্জ থানাধীন পাথারিয়া তালুক গাও এর বাসিন্দা মৃত হাজী আব্দুল ওয়াবের পুত্র এবং ১নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। খোজঁনিয়ে জানা যায় ময়না মিয়া পাথারিয়া বাজারের পাশে ৯০ শতাংশ জায়গা ক্রয় সুত্রে মালিক, ১৯৯৬ সনে তিনি জায়গা ক্রয় করেন আব্দুল ওয়াব গংদের কাছ থেকে। পরবর্তীতে তিনি ভোগ দখল করে ১৯৯৬ সন হতে চলমান সন অধ্যবদি পর্যন্ত নিজ মালিকানা ঐ ৯০ শতাংশ জায়গায় দীর্ঘ দিন চাষাবাদ করে গত ৪ বছর আগে প্লট আকারে বিক্রিয়ের উদ্দেশ্যে মাটি বরাট করেন এবং বর্তমানে ঐ ৯০ শতাংশ জায়গা থেকে প্লট আকারে বিভিন্ন আগ্রহী ক্রয় দাতা গণের কাছে বিক্রয় চলমান অব্যাহত রয়েছে বলেও জানা যায়। ইতিমধ্যে ১১ জন গ্রহিতার নিকট ফ্লট আকারে বিক্রি করছেন ময়না মিয়া। এছাড়াও দিরাই টু-সিলেট সুনামগঞ্জ মহাসড়কের সংলগ্ন হওয়া এলাকার মানুষজনের এবং ক্রয় দাতাদের সুবিধার জন্য নিজ উদ্যোগে ৯০ শতাংশ জায়গার মধ্যে দিয়ে ৮ফুট প্রসস্ত রাস্তা তৈরি করে দেন ময়না মিয়া যা পাথারিয়া বাজারের সাথে মেইন মহা সড়কে সংযোক্ত হয়েছে। যার জায়গার দাগ নং-৪৫৯৭,মৌজা- পাথারিয়া,জে.এল.নং-১৬, খতিয়ান নং-১২৪২ মালিক প্রবাসী ময়না মিয়া। এ ছাড়াও ঐ প্লটের পাশের উত্তর দক্ষিণ পশ্চিমের প্লটেও প্রবাসী ময়না মিয়ার ক্রয়কৃত নিজ মালিকানাধীন জায়গা রয়েছে। কিন্তু বর্তমানে একটি কুচক্রী ভূমিখেঁকো চক্র প্রবাসী ময়না মিয়ার নিজ মালিকানা জায়গার উপর বর্তমানে প্রায় ১১ টি পরিবারের চলাচলের রাস্তার মুখে জোরপূর্বক ভাবে চলাচলের রাস্তা বন্ধ করে দখল করার পায়তারা করছে। এরই প্রেক্ষিতে মালিকগং এর পক্ষ থেকে ঐ কুচক্রী মহলের হাত থেকে রক্ষা পেতে আদালতের আশ্রয় নেন ময়না মিয়ার সহোদর ছোট ভাই ইকবাল হোসেন। যার আদালতে পিঠিশন নম্বর – ৬০৪/২০২৫ইং, যার স্বারক নং- ১৭/৪৮/২০২৫ তারিখ ১৭/৮ ২০২৫ইং। আদালতের বিচারকের আদেশ অনুযায়ী বর্তমানে ঐ রাস্তা যাতে কেউ জোরপূর্বক দখল করতে না পারে সে জন্যে ১৪৪ ধারা জারি জারি হয়েছে বলে জানা যায়। ##

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *