August 30, 2025, 4:56 pm
সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনা এবং পাবনা জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বার বার নির্বাচিত সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাককের রুহের মাগফিরাত কামনা করে সুজানগর উপজেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া অনুষ্টিত হয়েছে।
উপজেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ননের সভাপতি মো. সাদেক মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ননের সহ-সভাপতি কোরবান আলী, যুগ্ম সম্পাদক আব্দুস সোবহান প্রামানিক, কোষাধাক্ষ তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, শ্রমিক নেতা আনিসুর রহমান, লাইন সেক্রেটারি আব্দুল কাদেরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। দোয়া পরিচালনা করেন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মানিক হোসেন।এ সময় সংগঠনটির উপজেলার নেতৃবৃন্দ বলেন, শিমুল বিশ্বাসের অসুস্থতার খবর শোনার পর থেকেই উদ্বিগ্ন সুজানগর উপজেলা প্রতিটি নেতাকর্মীসহ পাবনার আপামর মানুষ। জনমানুষের জন্য নিয়োজিত পাবনার এই কৃতিসন্তানের সুস্থতা কামনা করে এবং জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বার বার নির্বাচিত সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাককের রুহের মাগফিরাত কামনা করে এই দোয়ার আয়োজন করা হয়।আমরা সুজানগর উপজেলা ট্যাংকলরী কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শিমুল বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করছি। দোয়া করি, মহান আল্লাহ তাকে সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন এবং আমিরুল ইসলাম ইসহাককের রুহের মাগফিরাত কামনা করছি।
এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা)প্রতিনিধি।।