August 30, 2025, 6:21 pm
খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর হাজিপাড়া গ্রামে মাদক ব্যবসায় জড়িত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশ ওছপেয়ারার বাবার বাড়িতে অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. ওছপেয়ারা বেগম (৩৫) এবং তার স্বামী মো. লুৎফর রহমান (৪০)। তাদের কাছ থেকে ৪.২৫ মিলিগ্রাম হেরোইন এবং নগদ ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওছপেয়ারা বেগম হাজিপাড়া গ্রামের ওসমান গণির মেয়ে, এবং তার স্বামী লুৎফর রহমান গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া বালাটারি গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে লুৎফর তারাগঞ্জে শ্বশুরবাড়িতে থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। এই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। ওছপেয়ারার নামে ১টি ও লুৎফর রহমানের নামে ৩টি মাদক মামলা রয়েছে ।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এ. ফারুক জানান, “গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।” তিনি আরও জানান, উদ্ধারকৃত টাকা ও হেরোইন মাদক ব্যবসার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।