August 30, 2025, 11:49 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দো-য়া মাহফিল সুজানগরে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধ-র্ষণ চেষ্টা,থানায় মা-মলা অ-তিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষ-তি: কৃষি সচিব তানোরে গো-খাদ্যর সং-কট বি-পাকে গৃহস্থ-খামারি খুলনার উপকূলীয় অঞ্চলে বিক্রি হচ্ছে গোলফল ; অর্থনৈতিক সম্ভা-বনার নতুন দ্বার খুলছে ভারত সীমান্তবর্তী পদ্মা পাড়ের কয়েকটি গ্রাম নদী ভা-ঙ্গনে মানচিত্র থেকে হা-রাতে বসেছে তানোরে জামায়াতের শুধী স-মাবেশ ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মতবিনিময় স-ভা অনুষ্ঠিত ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উ-দ্বোধন নড়াইলে ১০টি চো-রাই ল্যাপটপ উ-দ্ধার আন্তঃজেলা চো-র চ-ক্রের দুইজন গ্রে-ফতার
‎কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক  কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসা-রীদের দ-খলে

‎কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক  কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসা-রীদের দ-খলে


‎কেএম শহীদুল সুনামগঞ্জ:

‎সুনামগঞ্জ সদর উপজেলাধীন কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে একঝাঁক আ-লীগ,যুবলীগ এবং জাতীয় পার্টির সুবিধাবাদী  কর্মীদের নিয়ে। যা মেনে নিতে পারছেন  না কাঠইর ইউনিয়ন বিএনপির দুর্দিনের ত্যাগী নেতা কর্মীরা। বিএনপির আন্দোলন সংগ্রামে গত ১৫ বছর যাদের সক্রিয় অবস্থান ছিলনা তারাই এখন বিএনপির কমিটিতে পদপদবী ভাগিয়ে নিচ্ছেন । গত ১৫ বছর  যারা আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির প্রচার প্রচারণায় সক্রিয় ভাবে জড়িত ছিলেন এবং সুবিধা নিয়েছেন তাদেরকে  কিভাবে বিএনপির কমিটিতে জায়গা দিলেন সেটা দেখে হতভঙ্গ হয়েছেন কাঠইর ইউনিয়নসহ বিএনপির জেল জুলুমের শিকার ত্যাগী নেতারা। জানা যায় বর্তমান কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আবুল কালাম তিনি বিগতদিনে বিএনপির আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেননি? তিনি জেলা যুবলীগের আহ্বায়ক কায়রুল হুদা চপলের প্রত্যাকটি নির্বাচনী প্রচার প্রচারণায় শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয় ভাবে আওয়ামীলীগের গুনগান গেয়ে প্রচার প্রচারণার দায়িত্ব পালন করে মানুষের কাছ থেকে ভোট আদায় করে বিগত দিনে যুব লীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে  উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজয়ী করতে সক্রিয় ভাবে ভূমিকা পালন করেছেন। তা ছাড়াও কাঠইর ইউনিয়নে আওয়ামী লীগের প্রত্যাকটি মিটিং মিছিলে লোকজন দিয়ে সহযোগিতা করতেন। এখন আওয়ামী সরকার পতনের পর রুপ পাল্টিয়ে হয়েছেন কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক। এছাড়াও বর্তমান কাঠইর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোসাহিদ মিয়া তিনি বিগত দিনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান  নুরুল হুদা মুকুটের একজন আস্থা ভাজন কর্মী হিসেবে নিজেকে নিরাপদ রেখে বিএনপিকে তোয়াক্কা করে নিজে আর্থিক  সুযোগ সুবিধা নিয়েছেন, বর্তমানে পলাতক আওয়ামী নেতাদের সাথে তার যোগ সাজস রয়েছে বলেও জানা যায় । বর্তমানে এখন তিনি নবাগত বিএনপির কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহবায়ক। যা দেখে হতভঙ্গ হয়েছেন ইউনিয়ন বিএনপির অনেক নেতা কর্মীরা।
‎অন্যদিকে বর্তমান কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ৫নং ওয়ার্ডের প্রস্তাবিত সভাপতি ছমির উদ্দিন তিনি হচ্ছেন আরেক চোদ্দ বেশি? বিগত দিনে যাকে দেখা গেছে কখনো জাতীয় পার্টির মিছিলে আবার কখনো আওয়ামী লীগের মিটিংয়ে সক্রিয় ভাবে স্লোগান দিতে? আওয়ামী সরকার পতনের পর এখন তিনি বিএনপির স্লোগান নিয়ে ব্যস্ত সময় কাঠাচ্ছেন। বর্তমানে তিনি স্লোগানে স্লোগানে কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ৫নং ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত সভাপতি ? ভবিষ্যতে নতুন কোন দল ক্ষমতায় গেলে সেই দলেরও স্লোগান দিতে তাকে দেখা যাবে। সব মিলিয়ে তিনি সব দলের সুবিদাবাদী নেতা হিসেবে মানুষের মনে ইতিমধ্যে  জায়গা করে নিয়েছেন।
‎এছাড়াও আরেক যুবলীগের সক্রিয় ঠিকাদার যিনি বর্তমানে কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রইছ মিয়া, বিগত দিনে যিনি বিএনপি দলের  চোখে দোলা দিয়ে  আওয়ামী লীগের নেতাদের সাথে ১৫ বছর নিজের স্বার্থ হাসিলের জন্য ঠিকাদারি ব্যবসায় লিপ্ত থেকে দলের কথা চিন্তা না করে নিজের পকেট ভারি করেছেন আওয়ামী লীগকে অনুসরন করে। বর্তমানে তিনি আওয়ামী নেতাদের  সাথে নিয়ে মুখোশের আড়ালে চালি যাচ্ছেন তার ব্যবসা বানিজ্য।  যা নিয়ে স্থানীয় এলাকায় চলছে আলোচনা সমালোচনা। সব মিলিয়ে দেখা যায় কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আওয়ামী লীগ, যুবলীগ এবং জাতীয় পার্টির অনুসারীদের দখলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির দায়িত্বরত নেতাকর্মীরা বিষয়টি আমলে নিয়ে তদন্তের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করে বিএনপি থেকে চদ্দবেশি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা কাঠইর ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাদের। ###

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD