তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্র-স্তুতি সভা

আলিফ হোসান,
তানোর(রাজশাহী)প্রতিনিধি
আগামি ১লা সেপ্টেম্বর সোমবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে বিকেলে মহানগরীর সাগরপাড়া বটতলা মোড় থেকে বাটার মোড় পর্যন্ত আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হবে।এদিন সভায় যোগদান ও সফল করার লক্ষ্যে তানোরে উপজেলা বিএনপির ব্যানারে বিএনপির প্রস্ত্ততি সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির ব্যানারে গোল্লাপাড়া বাজার বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্ত্ততি সভা আয়োজন করা হয়।এদিন জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনায় ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমএ মালেক মন্ডলের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুত্তি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমর আলী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আনারুল ইসলাম মাস্টার,আবুল কালাম আজাদ মাস্টার, নাসির উদ্দিন মোল্লা, আব্দুল লতিব, মোতালেব শাহ্,টিপু, মোস্তাফিজুর রহমান,কাবিল উদ্দিন, সাহেম, আরশেদ আলী, হাসেম আলী ও কাউসার আলী প্রমুখ।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *