August 28, 2025, 6:32 pm
এম এ আলিম রিপন,সুজানগরঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠমো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাবনার সুজানগর উপজেলার তঁাতিবন্দ ইউনিয়নে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ইউনিয়ন বিএনপির ব্যানারে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট একে,এম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে বের হওয়া মিছিলটি জাহানারা কাঞ্চন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোড়াডাঙ্গা বাজার চত্বরে গিয়ে শেষ হয়। এ মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয় ।
পরে তঁাতিবন্দ ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিতে ও জেলা ছাত্রদলের সহ সভাপতি এরশাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট একে,এম সেলিম রেজা হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা হাবিব বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণমানুষের দল,বিএনপি জনগণের কথা বলে,আমরা সব সময় জনগণের পাশে ছিলাম,আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশআল্লাহ।
সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন বেড়া উপজেলা বিএনপির সহ সভাপতি সামছুর রহমান সমেজ,সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান,সাবেক সহ সভাপতি আতাউর রহমান টিপু, সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহম্মদ আলী প্রামানিক লাটু, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দিন, ডাক্তার আব্দুস সালাম, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, সুজানগর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সরদার বাবুল হোসেন, সাবেক যুবদল নেতা মোহাম্মদ আলী টুকু, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু ,উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, তঁাতীবন্দ ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজুর রহমান,সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যাপক এরশাদ আলী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মালেক রেজা মানিক প্রমুখ।
সমাবেশে সুজানগর উপজেলা বিএনপি নেতা হারুন মন্ডল, তঁাতীবন্দ ইউনিয়ন বিএনপি নেতা বাকী বিল্লাহ, শহীদ শেখ, আলীম মোল্লা লোকমান শেখ, বাবলু মাস্টার, উপজেলা তঁাতিদল নেতা আসাদুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শফিউল আযম শফি, আবু জাকারিয়া তরঙ্গ, রাশেদ খান, মনিরুজ্জামান মনি, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু, যুগ্ন আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাহেব আলী মন্ডল, রতন বিশ্বাস, সদস্য সচিব বিপুল প্রামানিক, ইউনিয়ন যুবদলের সেক্রেটারী হাতেম আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুস সালাম মুন্সী, যুবদল নেতা মুক্তার জেলা ছাত্রদল নেতা সাকিবুল, স্বেচ্ছাসেবকদল নেতা রমজান মন্ডল, উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজাহারুল ইসলাম, এস এম আফতাব, আব্দুস সবুর জয়সহ সুজানগর ও বেড়া উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।