সিরাজগঞ্জ শহরে ব্যবসায়ীর বাড়িতে দু-র্ধর্ষ চু-রির ঘটনায় দুইজন গ্রে-ফতার-১৫ ভরি স্বর্ণ উ-দ্ধার

হেলাল শেখঃ সিরাজগঞ্জ শহরের বড়বাজার বানিয়াপট্রিতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায়-দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে চোরাইকৃত প্রায় ২৫ ভরি স্বর্ণের মধ্যে থেকে ১৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৬ আগস্ট রাতের কোনো একসময় শহরের বড়বাজার বানিয়াপট্রিতে বসবাসকারি ব্যবসায়ী মোঃ রেজাউল করিম রোকনির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এসময় অজ্ঞাত চোরেরা ওই বাসা থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা পয়সা নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল করিম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সুত্র ধরে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নাজরান রউফের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর থানার ওসি মোঃ মোখলেছুর রহমান, ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তাজমিলুর রহমান ও কামরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অংশ গ্রহণ করেন।

তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ইছাপুর গ্রামের আজাহার আলীর ছেলে মোঃ সবুজ মিয়া এবং সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনী এলাকার আব্দুর রহমানের ছেলে শাহাদৎ হোসেন ওরফে কুটুম (৪০)-কে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে চুরি যাওয়া স্বর্ণের মধ্যে থেকে ১৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *