শারীরিকভাবে অ-ক্ষম ব্যক্তিকে ভ্যানগাড়ি ও বিক্রয়ের জন্য মালা-মাল দিলেন ইউএনও ফয়সাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তিকে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় একটি মোটরচালিত ভ্যানগাড়ি ও বিক্রির জন্য মিষ্টি দ্রব্য সরবরাহ করা হয়েছে।

উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর গ্রামের শ্রী সুজন (পিতা রঞ্জিত) নামের ওই অক্ষম ব্যক্তিকে সহায়তা প্রদান করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ।

বুধবার উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে তাকে ভ্যানগাড়ি ও মালামাল তুলে দেন ইউএনও।

এ সময় ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই ভিক্ষুকরা যেন কর্মের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারেন। আশা করছি শারীরিকভাবে অক্ষম এই ব্যক্তি প্রদত্ত সহায়তা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *