August 28, 2025, 6:31 pm
এম এ আলিম রিপন,সুজানগর : পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী তাতিবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক চাকুরী জীবন থেকে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার তঁাতিবন্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হযরত আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাস আলীর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রায়হান আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল ওহাব, শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলাম, তঁাতিবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, মনিরুজ্জামান মান্নান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুজ্জামান, আমিনুল ইসলাম পল্টন, ইয়াকুতুন নাহার, কাউসার জাহান, কাজী উজ্জ্বল হোসেন, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মামুনুর রশিদ ও ইখতিয়ার রহমান প্রমূখ। মানপত্র পাঠ করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাহিদা ও রাইসা। শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক আনোয়ারুল হককে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।