August 28, 2025, 5:34 pm
কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
চট্টগ্রাম এ অনুষ্ঠিত আঞ্চলিক টি২০ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফরটিস কুমিল্লা জেলা দল ৩৬ রানে জয় দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে।
খেলাটি উদ্ভোধন করেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আরো উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ আকরাম খান, হাবিবুল বাশার সুমন ও জনাব নাজমুল আবেদীন ফাহিম।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৩ রান সংগ্রহ করে।
দলের পক্ষে শাহপরান ১৮ বলে ২৫ রান ১২ বলে ১৪ রান,
সাইফুল ইসলাম ২৯ বলে ২৯ রান,ইয়াসিন আরাফাত ৩৪ বলে ৪২ রান,
স্বপন দে ১৪ রান করেন।জবাবে ব্যাট করতে নেমে এবি ব্যাংক নোয়াখালী জেলা দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয় ১১৭ রান সংগ্রহ করে। ফরটিস কুমিল্লা দলের আশরাফুল হাসান রোহান ২২ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ করেন। ফরটিস কুমিল্লা ৩৬ রান এ জয় লাভ করে।
এ ব্যাপারে দলীয় ম্যানেজার ফখরুল আলম উল্লাস জানান ২৮ শে অগাস্ট সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এবং ডিরেক্টর আকরাম খান মঞ্জুর আলম সহ আরো অনেক বিসিবি কর্তাব্যক্তিদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান ফরটিস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ শাহাদাত হোসেন এবং ফরটিস গ্রুপের হেড অফ স্পোর্টস র্ম্যানেজমেন্ট আব্দুল আহাদ রিপন।দলের ম্যানেজার ফখরুল আলম উল্লাস আরও জানান এই টুর্নামেন্টে কুমিল্লা জেলা দলের নাম ফরটিস কুমিল্লা জেলা ক্রিকেট দল।