August 27, 2025, 9:25 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় বৃক্ষরোপণ অভিযান ও ৩দিনব্যাপী বৃক্ষ মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টায় ভালুকা উপজেলা প্রশাসন ও বন বিভাগ ভালুকা উপজেলার যৌথ আয়োজনে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসেনসহ উপজেলা প্রশাসন, বন বিভাগ এবং স্থানীয় রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বনজ সম্পদ সংরক্ষণ ও বৃক্ষরোপণ অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে হলে প্রত্যেকেরই অন্তত একটি করে গাছ রোপণ করা উচিত। তাঁরা আরও বলেন, বৃক্ষই মানুষের অকৃত্রিম বন্ধু- যা আমাদের খাদ্য, আশ্রয়, জ্বালানি ও অক্সিজেন সরবরাহ করে। তাই পরিকল্পিত বনায়ন ও নার্সারিগুলোকে সমৃদ্ধ করার আহবান জানান।
বৃক্ষ রোপনে সকলকে উৎসাহী করার আহবান জানিয়ে প্রধান অতিথি কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, বৃক্ষ হচ্ছে শস্য ভান্ডার। খাদ্যশস্যের প্রধান উৎস হচ্ছে এই গাছ। গাছ স্বজীবী আমরা পরজীবী। এটি আমাদের অক্সিজেন ও খাবার দিচ্ছে। গাছ লাগানো সওয়াবের কাজ। আপনারা মেলা থেকে অন্তত একটি করে গাছ কিনবেন। বৃক্ষমেলা প্রকৃতপক্ষে গাছ লাগানোর একটি সামাজিক আন্দোলন, একটি ক্যাম্পেইন। সবাইকে সারাবছর গাছ লাগানোর আহবান জানান প্রধান অতিথি।
মেলায় প্রায় শতাধিক স্টল স্থান পেয়েছে। ভালুকা অঞ্চলের বিভিন্ন জায়গার নির্ধারিত নার্সারি মালিকরা এ স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির বৃক্ষ নিয়ে এসেছেন।
বৃক্ষ ও বৃক্ষমেলার গুরুত্ব তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমরা মানবজাতি কতোটা নির্বোধ। নির্বিচারে গাছ কাটছি, বন ধ্বংস করছি। যে গাছ কিনা মানবজাতির জন্য খাবার তৈরি করছে। বিপরীতে আমরা কিছু তৈরি করতে পারিনা। ঔষধি গাছগুলো মানুষের ঔষধ তৈরিতে ব্যবহার হচ্ছে। আমরা যে কার্বন ডাই অক্সাইড নির্গত করছি সেটা গাছ শোষণ করে নিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে গাছ লাগানোর ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। বায়ু দূষণ রোধ করার একমাত্র উত্তম উপায় হচ্ছে বেশি করে গাছ লাগানো। তিনি সকলকে বেশী করে গাছ লাগানোর আহবান জানান।