August 27, 2025, 5:06 pm
বিশেষ প্রতিনিধি ।।
আত্মসামাজিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক পাহাড়ী, বাঙ্গালি, দুঃস্থ নারী পুরুষেও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল এগারোটার দিকে লোগাং জোনের সদর দপ্তর কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকার দরিদ্র পরিবারকে নগদ আর্থিক সহায়তা , এবং নারীদের স্বাবলম্বী করতে দেওয়া হয়েছে সেলাই মেশিন, ও অসহায় ব্যক্তিকে ঘর তৈরি করতে দেওয়া হয়েছে ঢেউটিন, শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে চেয়ার এবং টেবিল।
এসব সামগ্রী বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম। আর্থিক অনুদান প্রদান শেষে এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।