August 27, 2025, 4:57 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
পানছড়িতে আ-ত্মসামাজিক উন্নয়নে সহা-য়তায় প্রদান করলো ৩ বিজিবি কুড়িগ্রামে মানব-সম্পদ উন্ন-য়নে জ-নস্বাস্থ্যের শৌ-চাগার নির্মাণ সুজানগরে আ-শ্রয়ণ প্রকল্পের জ-রাজীর্ণ ঘরে হ-তদরিদ্র মানুষদের ক-ষ্টের জীবন ঝিনাইদহ হিরা বেকারিকে ৪০ হাজার টাকা জ-রিমানা আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃ-ত্যুবার্ষিকী ঢাকায় আনসার গার্ড ব্যাটালিয়ানের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ-যাপিত বুড়িচংয়ে গ্রামের নাম পরি-বর্তন করে ভু-য়া শিক্ষক নি-য়োগের অ-ভিযোগ পাইকগাছায় ভাসমান বীজতলায় সফ-লতা পেয়েছে কৃষক ভালুকায় ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অ-ভিযান ও বৃক্ষ মেলার উ-দ্বোধন জলাশয় অ-বৈধভাবে বন্দোবস্ত দেওয়ায় রেল কর্মকর্তা রাশেদের বি-রুদ্ধে ত-দন্ত শুরু
উল্লাপাড়ায় মাছ চাষের পুকুর জো-রপুর্বক দখ-লে নেওয়ার চে-ষ্টা

উল্লাপাড়ায় মাছ চাষের পুকুর জো-রপুর্বক দখ-লে নেওয়ার চে-ষ্টা

এম এ সালাম,
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারকুল গয়হাট্রা গ্রামে চাঁদা না পেয়ে ক্রয় করা মাছ চাষের পুকুর জোরপুর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়েছে কতিপয় দুবৃর্ত্তরা। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে পুকুর মালিক মোঃ মামুন রানা, আলী আহম্মদ, শাহীন আলী, সিদ্দিকুল ইসলাম ও আব্দুস ছাত্তার তাদের যৌথ মালিকানাধীন পুকুরে মাছ চাষের জন্য পোনা ছাড়তে গেলে একই গ্রামের শামছুল আলম ভোলার ছেলে সোহেল রানা জীবনের নেতৃত্বে ৪/৫ জন যুবক পুকুরে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে জীবন গং পুকুর মালিকদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে। এ সময় পুকুর মালিক শাহীন আলী (৫৫) ও আব্দুস সাত্তার (৬৫) নামের দুই ব্যক্তি আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুকুর মালিক মামুন জানান, গত ২৬ নবেম্বর-২০২৪ ইং তারিখে পারকুল মৌজার ১০৮ জে এল নম্বরে ২৫-১০৩৭ খতিয়ানে ১২০০, ১২০১ ও ১২০২ দাগে ৯৬ শতাংশ ভুমি যৌথ মালিকানায় প্রকৃত মালিকদের নিকট থেকে রের্কডমুলে ক্রয় করি। এরপর থেকেই জীবন গংয়েরা চাঁদা দাবি করে আসছিল। গত বুধবার সকালে ক্রয়কৃত পুকুরে মাছ চাষের জন্য পোনা ছাড়তে গেলে জীবন সহ আরো কয়েকজন যুবক পুকুরে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা এলোপাতাড়ি কিল ও ঘুষি মেরে জমির মালিক শাহীন এবং সাত্তারকে আহত করে। এ সময় আহতদের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলো তারা পালিয়ে যায়।

মামুন আরও জানান, আমরা সিএস, এসএ এবং আরএস রেকর্ড মুলে বৈধ কাগজে জায়গা ক্রয় করে দখলে রয়েছি। তারা জোরপূর্বক আমাদের জায়গা বেদখল দিতে চায়। আজকের এই ঘটনায় আমরা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

প্রত্যদর্শি গ্রাম্য প্রধান হাফিজুর রহমান জানান, সকালে পুকুরের মালিক মামুন ও অন্য অংশীদারেরা মাছের পোনা ছাড়তে গেলে তাদের সাথে জীবন গংদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে লোকজন এগিয়ে এসে উভয় পক্ষকে সরিয়ে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD