বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন রহমতপুরের গুরুত্বপূর্ণ ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুরে খানপুরা আলীম মাদ্রাসায় এ কর্মী সভা বসে।
সভায় এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হন মিজানুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামাল সিকদার।
কর্মী সভায় বক্তারা বলেন, স্থানীয় সংগঠনকে শক্তিশালী ও সক্রিয় রাখতে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন সভাপতি ও সম্পাদক তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবেন।
নির্বাচিত সভাপতি মিজানুর রহমান মিন্টু ও সম্পাদক কামাল সিকদার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
কর্মী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply