August 26, 2025, 4:00 pm
আরিফুর রহমান মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে রাতের আঁধারে বসতবাড়িতে দুর্বৃত্তদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এইচ এম আতিকুর রহমান বাবুর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার স্কুল সংলগ্ন প্রতিবন্ধী স্কুলের পাশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন আতিকুর রহমান বাবু। মঙ্গলবার ভোর চারটার দিকে প্রায় ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত একযোগে তার বাড়িতে হামলা চালায়। তারা থাই গ্লাস, দেয়াল ও তালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে এবং লুটপাটেরও চেষ্টা চালায়।
এ সময় বাড়িতে পুরুষ সদস্য কেউ না থাকায় বাবুর মা, স্ত্রী রুনিয়া আক্তার ও দুই সন্তান ভয়াবহ আতঙ্কের মধ্যে পড়েন। হামলার সময় রুনিয়া আক্তার তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বাবুর স্ত্রী রুনিয়া আক্তার জানান,“প্রতিদিনের মতো রাতে আমরা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বাড়িতে তখন আমি, আমার শাশুড়ি ও দুই সন্তান ছিল। হঠাৎ প্রায় ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে আমাদের বাড়ির থাই গ্লাস, দেয়াল ও তালা ভেঙে লুটপাটের চেষ্টা করে। আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
আরিফুর রহমান
মাদারীপুর প্রতিনিধি।