August 26, 2025, 3:47 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
রহমতপুরে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু, সম্পাদক কামাল নি-র্বাচিত মাদারীপুরে রাতের আঁ-ধারে বসতবাড়িতে দু-র্বৃত্তদের স-শস্ত্র হা-মলা নোয়াখালীতে চালককে হ-ত্যা করে অ-টোরিকশা ছি-নতাই নোয়াখালীর সেনবাগে ঘুমের মধ্যে ৪(চা) মাস বয়সী শিশুর মৃ-ত্যু ব্রাহ্মণপাড়ায় অর-ক্ষিত জ-মিদার বাড়ি বি-লীন হচ্ছে, দেখবার নেই প্রত্ন-তাত্ত্বিক নিদ-র্শন বি-ভাগের জিআই স্বীকৃ-তি পেল ফুলবাড়িয়ার সুস্বাদু লাল চিনি ঝালকাঠির নব-গ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভি-যোগ তদ-ন্তে সরে-জমিনে ডিজিএম খাগড়াছড়িতে ইমাম প্রশিক্ষণ কর্মশালা ও সাংগ-ঠনিক মূল্যায়ন সভা অনুষ্টিত জামাই-শ্বশুরকে গণপি-টুনি দিয়ে হ-ত্যার ঘটনায় আরও একজন গ্রে-প্তার রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে এক ক-য়েদির মৃ-ত্যু
ময়মনসিংহে জো-রপূর্বক স-ম্পত্তি বেদ–খলের অ-ভিযোগে সংবাদ সম্মেলন

ময়মনসিংহে জো-রপূর্বক স-ম্পত্তি বেদ–খলের অ-ভিযোগে সংবাদ সম্মেলন

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে মৃত এডভোকেট মোহাম্মদ আলীর ওয়ারিশানগণের সম্পত্তি বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার ছোট ভাই মজিবুর রহমান ও বোন সাহারা বানু।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সদর উপজেলার চুড়খাই বড়বিলার পাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান বলেন, আমার বড় ভাই এডভোকেট মোহাম্মদ আলী ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার কোন ছেলে সন্তান না থাকায় মুসলিম পারিবারিক আইনে তার সম্পত্তিতে আমি অংশীদার হই। কিন্তু তার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি জবরদখলে নিতে গত পাঁচ বছর যাবত বড় ভাই মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রীর প্রভাবশালী আত্মীয় স্বজনরা আমার ও আমার ছোট বোন সাহারা বানু, মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী ও বড় মেয়ের বিভিন্ন হুমকি ধমকি ও অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রথম স্ত্রী ও তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন অপকৌশল অবলম্বন করাসহ আমাদের উপর বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রীর প্রভাবশালী দুই ভাই খন্দকার মাহবুব ও তার ছোট ভাই আবু কায়সার টিটু সম্পত্তি লিখে দেওয়ার জন্য বিগত পাঁচ বছর যাবত বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, তৎকালীন ওসি শাহ কামাল আকন্দ থাকাকালীন সময়ে অভিযোগ বিহীন আমি ও আমার দুই ছেলেকে প্রভাবশালীদের নির্দেশে থানায় আটকে রেখে সম্পত্তি লিখে নেওয়ার জন্যও চাপ প্রয়োগ করে। বিভিন্ন সময়ে তাদের নির্যাতনের শিকার হয়ে আমি ও আমার বড় ভাতিজি থানায় জিডি ও অভিযোগ করলেও কোন প্রতিকার পায়নি।

মোহামদ আলীর প্রথম স্ত্রী ও তার এক মেয়ে থাকলেও তাদেরকেও সম্পত্তি থেকে বঞ্চিত করতে তারা তাদের নিজেদের নামে লিখে নিতে বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে সাহারা বানু বলেন, প্রভাবশালী খন্দকার মাহবুব ও টিটুর প্রভাবে কয়েক কোটি টাকার সম্পত্তি ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে টিটুর বড় বোন, ভাগনী ও তার ভগ্নিপতির নামে নাম খারিজ করে নেয়। এ ব্যাপারে ভূমি অফিসে একাধিক আবেদন করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

অবৈধ ভাবে জমি লিখে নিতে দ্বিতীয় স্ত্রী ও তার দুই ভাই আবু কায়দার টিটুর লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী তাদের বিভিন্ন ভাবে ভয় ভিত্তি হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। তার লেলিয়ে দেয়া লাঠিয়াল বাহিনী জসিম, শামছুল, বিল্লাল গং এর অত্যাচারে সার্বক্ষণিক আতংকে দিনাতিপাত করছি। বেশ কয়েক মাস পূর্বে টিটুর নির্দেশনায় জসিম, শামছুল, বিল্লাল গংরা বসত বাড়ীতে জোর পূর্বক তালা ভেঙ্গে দখল করে নেয় যা এখন পর্যন্ত তাদের দখলে রয়েছে এবং বাড়িতে অবৈধভাবে বসবাস করছে। এ ব্যাপারে তারা উর্ধ্বতন কতৃর্পক্ষের সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার দাবী করেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD