August 26, 2025, 3:47 pm
শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর ‘প্রকৌশলী অধিকার’ ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাজীবীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সাত দফা দাবির প্রেক্ষিতে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রেরিত হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান আলী খান,বাগেরহাট আইডিবি জেলা আহ্বায়ক প্রকৌশলী মো. মারুফ উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার কাজী মাহমুদুল কবির, প্রকৌশলী মোহাম্মদ নাঈম হোসেন, মোঃ মোশারফ হোসেন, মোঃ সুমন, অশোক কুমার রায়, রবিউল ইসলাম মুসা, মোঃ রিয়াদ হাসানসহ আরও অনেকে।
সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা স্বাধীনতা যুদ্ধসহ দেশের প্রতিটি সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের অবদানকে খাটো করার চেষ্টা একধরনের বৈষম্য ও অন্যায়।” বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে মিথ্যাচার ও অযৌক্তিক দাবির প্রতিবাদ জানান এবং এসব বন্ধে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।